পুরুষরা বউয়ের চেয়ে স্মার্টফোন দেখে বেশি!

Rate this item
(1 Vote)

নয়া জামানায় সবকিছু পাল্টে যাচ্ছে। পাল্টে যাচ্ছে সম্পর্কের সূত্রগুলোও। আর সব সম্পর্কের সূত্রের মধ্যে হানা দিচ্ছে প্রযুক্তি। আর তাই মানুষ প্রিয় মানুষের চেয়ে প্রযুক্তির ওপর নির্ভরশীল হচ্ছে বেশি।

সম্প্রতি এক জরিপে দেখা গেছে, বর্তমান যুগের মানুষ স্মার্টফোনের দিকে যত বেশি তাকায়, প্রিয়জনের দিকে ততো বেশি তাকায় না।

 ওই জরিপের প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ মানুষই প্রতি সপ্তাহে মাত্র ১৫০০ বার নিজের স্মার্টফোনের স্ক্রিনে নজর দেন। তাও শুধু রাতের বেলায়।

 এটা শুধু পুরুষদের ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে বলতে হয়, নিজের স্ত্রী বা প্রেমিকার দিকেও সপ্তাহে এতবার তাকান না পুরুষরা।

 প্রায় দু’হাজার মানুষের ওপর এ জরিপ চালায় টেলিমার্কেটিং এজেন্সি টেকমার্ক।

 জরিপের প্রতিবেদনে বলা হয়- দিনভর, এমনকি রাতেই স্মার্টফোনের প্রতি ব্যবহারকারীদের আসক্তি প্রবল। ৪০ শতাংশ মানুষই দিনের প্রথম কাজ হিসেবে ফোনে ইমেল চেক করেন। আবার ৫১ শতাংশ মানুষ দিনের শুরুতেই ফেসবুকে নজর বুলিয়ে নেন। সবচেয়ে মজার কথা, ৭০ শতাংশ মানুষ নিজেকে ব্যস্ত দেখাতে স্মার্টফোন নিয়ে ঘাঁটাঘাটি করেন। মাত্র ১৬ শতাংশ ব্যবহারকারী খবর পড়তে বেছে নেন স্মার্টফোন।

 ছেলেরা মেয়েদের চেয়ে বেশি গেমস খেলেন ফোনে। আবার মেয়েরা ছেলেদের চেয়ে বেশি এসএমএস করেন।

0 awesome comments!

Latest from Super User

সর্বাধিক পঠিত

Scroll to Top