ফেসবুকে বন্ধুর সংখ্যা বাড়ানোর সহজ কিছু কৌশল

Rate this item
(2 votes)
প্রযুক্তি নির্ভর এই বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অনেকেরই ফেসবুকে বন্ধুর সংখ্যা কম কিংবা মনের মতো বন্ধু নেই বললেই চলে।

তবে এরও সমাধান আছে। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেই কী করলে আপনার কাছে বেশি বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে।

১. ফেসবুকে নিজের সম্পর্কে সঠিক ও বিস্তারিত তথ্য দিন। আপনার হোম টাউনি, কোথায় বসবাস করেন, কোথায় চাকরি করেন, কোথায় পড়াশুনা করেছেন ইত্যাদি তথ্য সঠিকভাবে দিন।

২. সবাই যাতে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে, সেটিংসে গিয়ে সেটি করফার্ম করুন।

৩. নিয়মিত স্ট্যাটাস দিন। মাঝে মাঝে তথ্যমূলক ও জনগুরুত্বপূর্ণ পোস্ট দিন। কোথাও ঘুরতে গেলে সেখানকার বিভিন্ন তথ্য ও মজার দিকে তুলে ধরে ছবিসহ পোস্ট করুন।

৪. প্রোফাইল পিকচারে অবশ্যই নিজেরই ছবি দিন।

না হলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে অনেকে ফেক মনে করতে পারেন।

৫. নিজের প্রোফাইলে যা পোস্ট করবেন, তার যেন বৈধতা থাকে সেদিকে নজর রাখবেন। বানান ও ব্যাকরণগত দিক থেকেও লেখা যাতে নির্ভুল থাকে সেদিকে খেয়াল রাখুন।

৬. সেটিংসে গিয়ে এসব তথ্যকে অবশ্যই পাবলিক করে রাখুন।

৭. অন্যদের পোস্ট করা ছবি ও স্ট্যাটাস (পছন্দ হলে) নিয়মিত লাইক ও কমেন্ট করুন।

৮. ফেসবুকে বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে সেসব গ্রুপের বিভিন্ন ইতিবাচক পোস্টে লাইক-কমেন্ট করুন। এতে গ্রুপের অন্যদের নজরে আসবেন আপনি।
0 awesome comments!
Last modified on Thursday, 02 November 2017 20:33

Latest from Super User

Scroll to Top