এলিয়েন আছে এমন ২০ গ্রহে চোখ রাখল নাসা

Rate this item
(2 votes)
এলিয়েনদের নিয়ে মানুষের মনে কৌতুহলের শেষ নেই। বহুবছর ধরেই এ নিয়ে গবেষনা চলছে।

আর তারই ধারাবাহিকতায় এবার নাসার কেপলার টেলিস্কোপে চোখ রেখে প্রাণ থাকতে পারে এমন ২০টি গ্রহের সন্ধান পেয়েছেন নাসার গবেষকেরা। ওই গ্রহগুলোও পৃথিবীর মত সূর্যের চারপাশে ঘোরে বলে দাবি করেছেন তারা। জানা গেছে, কয়েকটি গ্রহ নিজের চারপাশে ঘুরতে পৃথিবীর হিসেবে ১৮দিন সময় নেয়। এর মধ্যে রয়েছে এমন একটি গ্রহ, যে নক্ষত্রের চারপাশে ঘুরতে সময় নেয় ৩৯৫ দিন। এতে সবথেকে বেশি প্রাণ থাকতে পারে বলে আশা করা হচ্ছে। এটি নাসার K2 অভিযানের অংশ ছিল।

KOI-7943.01 নামের একটি গ্রহ আকারে পৃথিবীর তুলনায় ৯৭ শতাংশ বড়। এটি আমাদের পৃথিবীর তুলনায় কিছুটা ঠাণ্ডা। কারণ নক্ষত্র থেকে কিছুটা দূরে রয়েছে।

নক্ষত্রটিও সূর্যের তুলনায় ঠাণ্ডা। অর্থাৎ পৃথিবীর তুন্দ্রা অঞ্চলের মত আবহাওয়া এই গ্রহে। তবে সেখানে পানি আছে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। গবেষকদের এই টিম ৭০-৮০ শতাংশ নিশ্চিত যে, এই গ্রহগুলোতেই প্রাণের আশা থাকতে পারে। তবে আরও অনেক পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন তারা।
0 awesome comments!

Latest from Super User

Scroll to Top