0 awesome comments!
আষাঢ়ে খিচুড়ি
যা যা লাগবে : চাল ২ কাপ, মসুর ডাল আধা কাপ, মুগ ডাল ভাজা আধা কাপ, আলুর টুকরা আধা কাপ, পেঁপের টুকরা আধা কাপ, ঝিঙার টুকরা ১টি, চিচিংগার টুকরা ২টি, বরবটি টুকরা অল্প, পিঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ২ চা চামচ, কাঁচামরিচ ১০টি, তেজপাতা ২টি, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে ও জিরা বাটা ২ চা চামচ, লবণ দেড় টেবিল চামচ, গরম পানি ৪ কাপ, এলাচ ২টি, দারুচিনি ২টি, তেল ৪ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালী : তেলে পিঁয়াজ হালকা লাল করে ভেজে এতে সব সবজি দিয়ে কিছুণ ভেজে নিন। একে একে চাল, ডাল এবং সব মসলা দিয়ে কিছুণ ভাজতে হবে। এবার পানি ও লবণ দিয়ে ঢাকতে হবে। ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে দিতে হবে। চাল ও সবজি সিদ্ধ হলে ওপরে ঘি ছড়িয়ে নামাতে হবে।
প্রস্তুত প্রণালী : তেলে পিঁয়াজ হালকা লাল করে ভেজে এতে সব সবজি দিয়ে কিছুণ ভেজে নিন। একে একে চাল, ডাল এবং সব মসলা দিয়ে কিছুণ ভাজতে হবে। এবার পানি ও লবণ দিয়ে ঢাকতে হবে। ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে দিতে হবে। চাল ও সবজি সিদ্ধ হলে ওপরে ঘি ছড়িয়ে নামাতে হবে।
Published in
Khana Dana

একেই বলে উচিত শিক্ষা। এক নারীকে একা পেয়ে ধর্ষণ করতে…
বিশ্বের সবচে' ফ্লেক্সিবল নারীর নাম জুলিয়া গুনথেল। তিনি অবশ্য জলাটা…
রাস্তার যানজট থেকে মানুষকে মুক্তি দেয়ার লক্ষ্যে প্রযুক্তির কল্যাণে ইতোমধ্যে…
রিয়েলিটি টিভি শোতে সহ-প্রতিযোগীর সঙ্গে স্পষ্টত যৌনসম্পর্ক করে মুকুট খোয়ালেন…
অন্ততপক্ষে দুটো বিয়ে করতেই হবে। দেশের সব পুরুষের জন্য এমনই… 