0 awesome comments!
রিয়েলিটি শোতে যৌনসম্পর্কের খেসারত
রিয়েলিটি টিভি শোতে সহ-প্রতিযোগীর সঙ্গে স্পষ্টত যৌনসম্পর্ক করে মুকুট খোয়ালেন গত বছর 'মিস গ্রেট ব্রিটেন' খেতাবজয়ী জারা হলান্ড।
প্রতিযোগিতার মূল্যবোধের সঙ্গে জারার কর্মকাণ্ড বেমানান জানিয়ে তার মুকুট ছিনিয়ে নেয়া হয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুঃখের সঙ্গে এক বিবৃতিতে জানায়। খবর ইনডিপেনডেন্ট অনলাইনের আইটিভি'র জনপ্রিয় রিয়েলিটি শো 'লাভ আইল্যান্ড'র একজন প্রতিযোগী হচ্ছেন জারা হলান্ড। গত বুধবার শোটির একটি পর্ব প্রচারিত হয় যেখানে জারাকে আরেক প্রতিযোগী আলেক্স বাওয়েনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখানো হয়।
এমনকি শোর পরদিন এরা দু'জন অন্য প্রতিযোগীদের বলেছেনও যে তারা নাকি ওইসময় যৌনসম্পর্ক করেছেন। অার এ ঘটনায় হতাশ হয়ে মিস গ্রেট ব্রিটেন প্রতিযোগিতার কর্তৃপক্ষ জারার মুকুট ছিনিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়। কর্তৃপক্ষের ওই বিবৃতিতে বলা হয়, 'আমরা সম্পূর্ণরূপে বুঝি যে প্রত্যেকেই ভুল করে।
কিন্তু মিস গ্রেট ব্রিটেনের একজন দূত হিসেবে জারা তার মুকুটের সঙ্গে যায় এমন দায়িত্ব বজায় রাখতে ব্যর্থ হয়েছেন।'
প্রতিযোগিতার মূল্যবোধের সঙ্গে জারার কর্মকাণ্ড বেমানান জানিয়ে তার মুকুট ছিনিয়ে নেয়া হয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুঃখের সঙ্গে এক বিবৃতিতে জানায়। খবর ইনডিপেনডেন্ট অনলাইনের আইটিভি'র জনপ্রিয় রিয়েলিটি শো 'লাভ আইল্যান্ড'র একজন প্রতিযোগী হচ্ছেন জারা হলান্ড। গত বুধবার শোটির একটি পর্ব প্রচারিত হয় যেখানে জারাকে আরেক প্রতিযোগী আলেক্স বাওয়েনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখানো হয়।
এমনকি শোর পরদিন এরা দু'জন অন্য প্রতিযোগীদের বলেছেনও যে তারা নাকি ওইসময় যৌনসম্পর্ক করেছেন। অার এ ঘটনায় হতাশ হয়ে মিস গ্রেট ব্রিটেন প্রতিযোগিতার কর্তৃপক্ষ জারার মুকুট ছিনিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়। কর্তৃপক্ষের ওই বিবৃতিতে বলা হয়, 'আমরা সম্পূর্ণরূপে বুঝি যে প্রত্যেকেই ভুল করে।
কিন্তু মিস গ্রেট ব্রিটেনের একজন দূত হিসেবে জারা তার মুকুটের সঙ্গে যায় এমন দায়িত্ব বজায় রাখতে ব্যর্থ হয়েছেন।'
Published in
Khobor Tobor