মেয়েরা কেন বয়স লুকায়?
পুরুষের বেতন আর নারীর বয়স জানতে চাওয়া নাকি অশোভন। এটা প্রচলিত মতবাদ। যদিও এটার পরিবর্তন ঘটছে, তবে পুরোপুরি নয়। এখনও অধিকাংশ ক্ষেত্রে নারীকে বয়স লুকোতে দেখা যায়। ঠিক তেমনি পুরুষকে দেখা যায় বেতন বাড়িয়ে বলতে। কিন্তু কেন এটা করে? আজ নারীর দিকটা আলোচনা করা হলো:
বিয়ে সমস্যা:
পুরুষতান্ত্রিক সমাজে বিয়ে করার ক্ষেত্রে কম বয়সী মেয়েদের জয়জয়কার। আর তাই বিয়ের উপযুক্ত পাত্রী হয়ে ওঠার জন্য অনেক নারীই নিজের বয়স লুকিয়ে রাখেন। এমনকি খুব কাছের বন্ধুবান্ধবের কাছেও নিজের সঠিক বয়সটা বলেন না।
কম বয়সী দেখানো:
অনেক নারীই মনে করেন যে বয়স কম বললে তাদেরকে দেখতেও কম বয়সী দেখাবে। আর এই ভ্রান্ত ধারণা থেকে অনেকে বয়স লুকিয়ে থাকেন।
পুরুষের মন পাওয়া:
পুরুষের মন পাওয়ার ইচ্ছা তো সব নারীরই গোপন বাসনা। আর তাই তারা ভাবেন নিজের বয়স কমিয়ে বললে পুরুষের মন পাওয়া বেশ সহজ হবে এবং পুরুষের কাছে আরো বেশি আকর্ষণীয় হতে পারবেন। আবার অনেক সময় নিজের চাইতে বয়সে ছোট পুরুষের মনোযোগ আকর্ষণের জন্যও নারীরা সঠিক বয়সটা বলতে চান না।
পরিবারের কাছ থেকে শিক্ষা:
আমাদের সমাজে একটি প্রচলিত বিষয় হলো মা-দাদিরা তাদের সন্তানদের আসল বয়স বলতে মানা করেন। তাদের মধ্যে এই বিষয়টি নিয়ে নানান রকম কুসংস্কার কাজ করে। আর তাই মেয়েরা বড় হতে হতে এই বিষয়টি নিজের মনে গেঁথে রেখে দেয়।
বুড়িয়ে যাওয়ার ভয়:
অধিকাংশ নারীর মনে সাধারণ একটি ফোবিয়া থাকে। আর তা হলো বুড়িয়ে যাওয়ার ভয়। বয়স কম দেখাতে তারা নানান রকম রূপচর্চা, প্লাস্টিক সার্জারি এবং যোগ ব্যায়াম করে থাকেন। আর নিজের সঠিক বয়সটাও বলতে চান না মানুষকে।

 
  
		  	 কথায় বলে, টাকা কি গাছে ধরে? হ্যাঁ, গাছেই ধরেছে। শিরোনাম…
	      
	      
      	      	কথায় বলে, টাকা কি গাছে ধরে? হ্যাঁ, গাছেই ধরেছে। শিরোনাম…		 'যা রটে তা কিছু বটে' নামে একটি প্রবাদ প্রচলিত আছে।…
	      
	      
      	      	'যা রটে তা কিছু বটে' নামে একটি প্রবাদ প্রচলিত আছে।…		 মূলত হলিউডের বড় অনুষ্ঠানগুলি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড কিংবা সিডনিতে হয়ে থাকে।…
	      
	      
      	      	মূলত হলিউডের বড় অনুষ্ঠানগুলি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড কিংবা সিডনিতে হয়ে থাকে।…		 রিয়েলিটি টিভি শোতে সহ-প্রতিযোগীর সঙ্গে স্পষ্টত যৌনসম্পর্ক করে মুকুট খোয়ালেন…
	      
	      
      	      	রিয়েলিটি টিভি শোতে সহ-প্রতিযোগীর সঙ্গে স্পষ্টত যৌনসম্পর্ক করে মুকুট খোয়ালেন…		 গ্রামবাসী তাদের নাম দিয়েছেন 'সৌর শিশু'। অদ্ভুত রোগে আক্রান্ত তারা।…
	      
	      
      	      	গ্রামবাসী তাদের নাম দিয়েছেন 'সৌর শিশু'। অদ্ভুত রোগে আক্রান্ত তারা।…		