শান্তনার সংসার চালায় অজগর!
বেদে পরিবারের মেয়ে শান্তনা। বয়স ২২। নাটোর জেলার সিংড়া উপজেলার মান্তাপাড়া মহল্লার বাসিন্দা তিনি। সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন একটি অজগর। গভীর অরণ্যের এই অজগর বড় হচ্ছে শান্তনার কাছেই।
আজ রবিবার বিকেলে নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদ চত্বরে দেখা পাওয়া যায় শান্তনার। শরীরে অজগর পেঁচিয়ে ঘুরে বেড়ানোর সময় উৎসুক জনতা তাকে ঘিরে ভীড় করছেন।
এ সময় শান্তনা জানান, বছর দুয়েক হলো অজগরটিকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। এখন সেটি শরীরে পেঁচিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন গ্রাম থেকে গ্রামে। তার সহযোগী হিসেবে সাথে থাকেন প্রতিবেশী ঠান্ডু নামে এক যুবক। এখন মূলত পেটে ভাতের জোগাড় করতেই তারা সাপ নিয়ে ঘুরে বেড়ান যেখানে সেখানে।
তিনি আরও জানান, ২০১৩ সালের দিকে বাড়ির পাশে নাগর নদীর পাড়ে একটি ঝোঁপ-ঝাড়ের মধ্যে অজগর সাপটি খুঁজে পান। সে সময় সাপটি ছিল দেড় থেকে দুই ফুট লম্বা ও ওজনে ছিল এক থেকে দেড় কেজি। এখন সেটি বেড়ে হয়েছে প্রায় ২০ কেজি। লম্বায় প্রায় সাড়ে ৬ ফুট।
শান্তনা অজগরটিকে শরীরে পেঁচিয়ে সারাদিন ঘুরে বেড়ান লোকালয়ে। শরীরে পেঁচিয়ে লোকজনের মাঝে প্রদর্শন করে ১০ টাকা ৫ টাকা চেয়ে নেন ঠান্ডু। রাতে অজগরটিকে খাবার দিতে হয়। খাবারের তালিকায় থাকে মুরগী। রাতে সাপটিকে খাঁচায় আটকে রাখেন। খাঁচাটিও সঙ্গে রাখেন শান্তনা।
জীবন চালানোর তগিদ থেকেই অজগরটি যতোদিন বাঁচবে ততোদিন কাছে রাখবেন বলে জানান শান্তনা।

 
  
		  	 ছাগল ব্যা ব্যা করে ডাকবে এটাই স্বাভাবিক। কিন্তু তা না…
	      
	      
      	      	ছাগল ব্যা ব্যা করে ডাকবে এটাই স্বাভাবিক। কিন্তু তা না…		 পেশায় তিনি পুলিশ কমিশনার। তার কাজ শহরের আইন-শৃঙ্খলা বজায় রাখা।…
	      
	      
      	      	পেশায় তিনি পুলিশ কমিশনার। তার কাজ শহরের আইন-শৃঙ্খলা বজায় রাখা।…		 বিয়ের কাজ শেষ, অমনি পোশাকটা খাওয়া শুরু করে দিতে পারেন…
	      
	      
      	      	বিয়ের কাজ শেষ, অমনি পোশাকটা খাওয়া শুরু করে দিতে পারেন…		 লোকটির টাকা আছে, সেই সঙ্গে আছে নারীর প্রতি প্রবল দুর্বলতা।…
	      
	      
      	      	লোকটির টাকা আছে, সেই সঙ্গে আছে নারীর প্রতি প্রবল দুর্বলতা।…		 অস্ট্রেলিয়ার মেলবোর্ন নিবাসী আমিনা হার্ট। অচেনা এক পুরুষের শুক্রাণু ধারণ…
	      
	      
      	      	অস্ট্রেলিয়ার মেলবোর্ন নিবাসী আমিনা হার্ট। অচেনা এক পুরুষের শুক্রাণু ধারণ…		