0 awesome comments!
খাওয়া যাবে যে বিয়ের পোশাক!
	  	বিয়ের কাজ শেষ, অমনি পোশাকটা খাওয়া শুরু করে দিতে পারেন অনায়াসে! অবাক হলেন? প্রায় ৭৫ কেজি ওজনের এই বিয়ের পোশাকে নেই এক ছটাক সুতো। 
এমন এক বিয়ের গাউন তৈরি করেছেন ব্রিটেনের তিন নারী। পোশাকটি বানাতে সময় লেগেছে ৩০০ ঘণ্টা।
কিন্তু, কেন পোশাকটি বানাতে এতটা সময় লাগলো, কেনই বিয়ের গাউনটি ছিড়ে ছিড়ে খেয়ে ফেলা যাবে? আসলে, এই ওয়েডিং গাউনটা দেখতে সত্যিকারের পোশাকের মতো হলেও এটা একটা কেক।
আর গাউনের প্রতিটা স্থান, প্রতিটা কোণ খুবই সুক্ষভাবে বানানো হয়েছে। পোশাক তৈরি করা তিন নারীর সাফ কথা, কোনও কনে এই পোশাকে শরীর গলাতে পারবেন না। এই পোশাককে শুধু দেখা যাবে আর খাওয়া যাবে। অর্থাৎ, এই পোশাক পরে কনে বিয়ের পিঁড়িতে বসতে পারবেন না।
তবে বিয়ের অনুষ্ঠানে কেক কাটার কাজটা সারতে পারবেন এই গাউন দিয়ে। গাউনের উপরের সাদা অংশটি তৈরি হয়েছে বিশেষ ধরনের কেক দিয়ে। আর নীচের দিকে আছে কিছু র্যাপার পেপার, যা খাওয়া যায়।
আর যাকে ম্যানিকুইন করা হয়েছে সেটাও একটা কেক। এর জন্য ৩৫ কেজি বিশেষ ধরনের ক্রিম ব্যবহার করা হয়েছে। এছাড়াও লেগেছে ৩ কেজি কেক এবং ২ হাজার ‘শিটস ওয়াটার’। তাই ইচ্ছে থাকলেও এই সুন্দর বিয়ের গাউনটি সকলেরই পরার দুঃসাধ্য। দুঃখ না করে একটা চাকু নিয়ে লেগে পড়ুন বিয়ের গাউনটাকে কাটতে! কী বলেন।
	  	  	  
	  এমন এক বিয়ের গাউন তৈরি করেছেন ব্রিটেনের তিন নারী। পোশাকটি বানাতে সময় লেগেছে ৩০০ ঘণ্টা।
কিন্তু, কেন পোশাকটি বানাতে এতটা সময় লাগলো, কেনই বিয়ের গাউনটি ছিড়ে ছিড়ে খেয়ে ফেলা যাবে? আসলে, এই ওয়েডিং গাউনটা দেখতে সত্যিকারের পোশাকের মতো হলেও এটা একটা কেক।
আর গাউনের প্রতিটা স্থান, প্রতিটা কোণ খুবই সুক্ষভাবে বানানো হয়েছে। পোশাক তৈরি করা তিন নারীর সাফ কথা, কোনও কনে এই পোশাকে শরীর গলাতে পারবেন না। এই পোশাককে শুধু দেখা যাবে আর খাওয়া যাবে। অর্থাৎ, এই পোশাক পরে কনে বিয়ের পিঁড়িতে বসতে পারবেন না।
তবে বিয়ের অনুষ্ঠানে কেক কাটার কাজটা সারতে পারবেন এই গাউন দিয়ে। গাউনের উপরের সাদা অংশটি তৈরি হয়েছে বিশেষ ধরনের কেক দিয়ে। আর নীচের দিকে আছে কিছু র্যাপার পেপার, যা খাওয়া যায়।
আর যাকে ম্যানিকুইন করা হয়েছে সেটাও একটা কেক। এর জন্য ৩৫ কেজি বিশেষ ধরনের ক্রিম ব্যবহার করা হয়েছে। এছাড়াও লেগেছে ৩ কেজি কেক এবং ২ হাজার ‘শিটস ওয়াটার’। তাই ইচ্ছে থাকলেও এই সুন্দর বিয়ের গাউনটি সকলেরই পরার দুঃসাধ্য। দুঃখ না করে একটা চাকু নিয়ে লেগে পড়ুন বিয়ের গাউনটাকে কাটতে! কী বলেন।
			Published in
			Khobor Tobor
		
		
	  
	  
		
  
 
  
		  	 আজকাল সেলফি প্রেমিকরা সেলফি তুলতে গিয়ে ভুলে যান সবকিছু। সেলফি…
	      
	      
      	      	আজকাল সেলফি প্রেমিকরা সেলফি তুলতে গিয়ে ভুলে যান সবকিছু। সেলফি…		 হিমঘরে ১১ ঘণ্টা থাকার পর হঠাৎ জেগে উঠলেন এক নারী!…
	      
	      
      	      	হিমঘরে ১১ ঘণ্টা থাকার পর হঠাৎ জেগে উঠলেন এক নারী!…		 আবিষ্কার করা হল ক্যান্সার-বিরোধী ফল। অস্ট্রেলিয়ার একাংশের গাছে এই ফল…
	      
	      
      	      	আবিষ্কার করা হল ক্যান্সার-বিরোধী ফল। অস্ট্রেলিয়ার একাংশের গাছে এই ফল…		 কান ফোঁড়ানো বাংলাদেশের মতোই অনেক দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের একটা…
	      
	      
      	      	কান ফোঁড়ানো বাংলাদেশের মতোই অনেক দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের একটা…		 ভয় পেয়ে গেছে সোশ্যাল মিডিয়ার একটা অংশ। হ্যাঁ, ভাল করে…
	      
	      
      	      	ভয় পেয়ে গেছে সোশ্যাল মিডিয়ার একটা অংশ। হ্যাঁ, ভাল করে…		