নাবালক জুটির বিয়ে, অতঃপর বাসর রাতেই বরের আত্মহত্যা
নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাছিমপুর গ্রামে বেশ উত্সাহ উদ্দীপনার মধ্যেই সকালে এক অপ্রাপ্ত বয়স্ক জুটির বিয়ে হয়। আর কিনা বাসর রাতেই মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করলো বর! এ ঘটনায় দুই পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার মাছিমপুর গ্রামের মোজাফ্ফর হোসেন দুলালের কলেজ পড়ুয়া ছেলে সুজন (১৮) ও প্রতিবেশী শরিফুল ইসলাম শরীফের সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়ে শারমিন আক্তারের (১৩) মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। বুধবার রাতে শারমিন তার প্রেমিক সুজনের কাছে চলে আসে। পরে দুই পরিবারের সম্মতিতে বৃহস্পতিবার সকালে গ্রামের লোকজনের উপস্থিতিতে তাদের বিয়ে হয়। তবে সুজনের বাবা বিষয়টি মেনে নিলেও তার মা তা মানতে পারেনি। বিয়ের দিনই মা শারমিন ও সুজন দুজনকেই চড় থাপ্পর মারে এবং খাবার দিতে নিষেধ করে। এতে অভিমান করে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সুজন বিষপান করে। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান খান জানিয়েছেন।

সবার চোখে তখন জল। মাত্র একদিনের শিশুকে তখন কবর দেওয়া…
পৃথিবী কি ধ্বংস হবে? এই প্রশ্নকে একটু উসকে দিলো মিশরীয়দের…
দক্ষিণ আমেরিকার দেশ কোস্টারিকার এক স্টোরে এক অদ্ভূত ধরনের চুরির…
মায়ের মমি করা লাশ নিয়ে এক বিছানায় পাঁচ বছরেরও বেশি…
গত দশ বছরের রেকর্ড ভেঙে গেল। ২০০৪ সাল থেকে ২০১৪।… 