৩ বছর বয়সেই মেয়র
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় ছোট শহর ডরসেটের মেয়র নির্বাচিত হয়েছেন ৩ বছর বয়সী শিশু জেমস টাফটস।! ৬ বছর বয়সী বড় ভাই রবার্টস টাফটসের স্থলাভিষিক্ত হয়েছে সে। খবর এনডিটিভির।
খবরে বলা হয়, গত ২ আগস্ট মেয়র নির্বাচিত হয় জেমস। এর আগে তার বড় ভাই রবার্টস ২ মেয়াদে শহরটির মেয়র ছিলেন। ছোট ভাইয়ের হাতে ক্ষমতা হস্তান্তরের সময় তিনি পপি (কার্টুন) নিয়ে কথা বলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।
ডরসেটের খাদ্য উৎসব পালনের সময় জেমসকে মেয়র ঘোষণা করা হয়। লটারির মাধ্যমে সে এ মেয়র নির্বাচিত হয়।
এক সাক্ষাৎকারে রবার্টস টাফটস বলেন, আমি মেয়রের দায়িত্ব পালন করার বিষয়টি খুবই উপভোগ করেছি।
মা এমা টাফটস বলেন, তিনি তার সন্তানদের নিয়ে গর্বিত। কেননা তার ছেলেরা মেয়রের দায়িত্ব খুব ভালভাবে পালন করছে।
প্রসঙ্গত, শহরটিতে ২২ জন লোক বাস করছে। যে কেউ এখানকার মেয়র হতে পারেন। একবার শিকাগোর ৪ বছর বয়সী ছেলে ডরসেটের মেয়র নির্বাচিত হয়েছিলেন। তবে শুধু আনুষ্ঠানিকতা রক্ষার জন্য জেমসকে মেয়র নির্বাচিত করা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা ও অাইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নানান পোষা…
বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফ্ট। ৮০-র দশকে সোভিয়েত ইউনিয়নের শাসনামলে এনটোনভ…
বিশ্ব গবেষণা পরিমণ্ডলে সেক্স এবং দাম্পত্য এখন একটা বড় জায়গা…
প্রতিটি রাশি অনুযায়ী রয়েছে আলাদা রঙের গুরুত্ব। আমরা অনেকেই হয়তো…
বার্কশায়ার হ্যাথওয়ে সংস্থার কর্ণধার ধনকুবের ওয়ারেন বাফে আজও আইফোন ব্যবহার… 