গাড়ি থেকে নামতেই ঝাঁপিয়ে পড়ল বাঘ (ভিডিও)

Rate this item
(1 Vote)
চীনের রাজধানী বেইজিংয়ে একটি বন্যপ্রাণী-উদ্যানে বাঘের আক্রমণে একজন নারী নিহত এবং অপর একজন আহত হয়েছেন। চীনা সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। খবরে বলা হয়, বাদালিং নামে ওই সাফারি পার্কে দর্শকরা নিজেদের গাড়ি চালিয়ে ঘুরে ঘুরে অনেকটা খোলামেলা পরিবেশে বিচরণরত বন্যপ্রাণীদের দেখতে পারেন। তবে তাদের সতর্ক করে দেয়া হয় যেন তারা গাড়ি থেকে বের না হন। কিন্তু এ ঘটনার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একজন নারী গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়ান এবং তারপরই একটি বাঘ এসে তাকে আক্রমণ করে এবং টেনে নিয়ে যায়। এরপর ওই নারীকে বাঁচানোর জন্য আরেক নারী লাফিয়ে গাড়ি থেকে বের হয়ে আসর পর আরেকটি বাঘ তাকেও আক্রমণ করে। দ্বিতীয় নারীটি বাঘের হাতে নিহত হন। আক্রান্ত দুই নারীর সাথে আরেকজন পুরুষ ওই গাড়িতে ছিলেন, তিনিও তাদের রক্ষা করতে বেরিয়ে এসেছিলেন, তবে তিনি আহত হননি। পার্কের নিরাপত্তারক্ষীরা কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু তারা ওই নারীকে বাঁচাতে পারেননি। অপর নারীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পার্কের কর্মকর্তারা এ ঘটনা নিয়ে কোন মন্তব্য করেননি, তবে বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে পার্কটি এখন বন্ধ আছে।

ভিডিও দেখতে ক্লিক করুন
0 awesome comments!
Scroll to Top