দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলো এলিয়েন!

Rate this item
(5 votes)

১৯৪৭ সালে এলিয়েনের এ ছবিটি তোলা হয়েছিলো কোডাক ফিল্মে। কোডাক ইতিহাসবেত্তারা বলছেন এটি ফটোশপের কারসাজি নয়

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পৃথিবীতে এসেছিলো ভিনগ্রহের প্রাণী এলিয়েন! অবিশ্বাস্য এ তথ্যটি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউএফও গবেষক টম ক্যারি।

তিনি দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা তাকে সত্যিকারের এলিয়েনের ছবিটি দেন। এটি ১৯৪৭ সালে তোলা হয়েছিলো কোডাক ফিল্মে। একই বছর মেক্সিকোতে রহস্যজনক রজওয়েল বিস্ফোরণ হয়। ধারণা করা হয় এর সাথে ইউএফওর সংশ্লিস্টতা রয়েছে।

টম ক্যারি সম্প্রতি কোডাকের ইতিহাসবেত্তাদের সাথে যোগাযোগ করে ছবিটি তোলার সময়ের ব্যাপারে নিশ্চিত হয়েছেন। তিনি বলেন, নিউইয়র্কের রচেস্টারের এক কোডাক বিশেষজ্ঞ বলেছেন ছবিটি ১৯৪৭ সালেই তোলা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন এটি আধুনিক ফটোশপের কারসাজি নয়।

ফিল্ম বিশ্লেষণ করে ক্যারি ধারণা করছেন, এলিয়েনটি চার ফুট লম্বা। এর মাথা দেখতে কিছুটা পোকার মতো। শরীরের ভেতর থেকে নাড়ি ভুঁড়ি সরিয়ে ফেলা হয়েছে। ছবিটি তোলার সময় সযতেœ মৃতদেহটি সংরক্ষণ করা ছিলো।

কিন্তু সবাই ক্যারির এ ব্যাখ্যা সহজেই বিশ্বাস করছেন না। হেইন্স ইউএফও ইনভেস্টিগেশন ম্যানুয়ালের কর্তৃপক্ষ নাইজেল ওয়্যাস্টন বলেন, সাধারণ ধারণা থেকেই কিছু বলা যাবে না। তাদের অস্তিত্বের পক্ষে প্রমাণ দিতে হবে। যদি সত্যিই পৃথিবীকে বদলে দেয়ার মতো এলিয়েন আবিষ্কারের ঘটনা ঘটে, পরের বিষয়টা আমি কল্পনাও করতে পারছি না।

0 awesome comments!
Scroll to Top