0 awesome comments!
অভিনেত্রী ঈশানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
	  	মডেল ও অভিনেত্রী মৌনিতা খান ঈশানা বিরুদ্ধে মানহানির একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
প্রযোজক-অভিনেতা মারূফ খান প্রেমের দায়ের করা মানহানির মামলার শুনানিতে মঙ্গলবার আদালতে হাজির হওয়ায় কথা থাকলেও ঈশানা না থাকায় ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সূচনা গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আগামী ২৭ জুন পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন প্রাপ্তির জন্য পরবর্তী তারিখ ধার্য করা হয়।
মামলার বাদী প্রযোজক অভিনেতা মারূফ খান প্রেম অভিযোগে উল্লেখ করেন, শুটিং সেটে তার অনুপস্থিতিতে ঈশানা তাকে গালাগালি ও ফেসবুকে একটি মানহানিকর স্ট্যাটাস পোস্ট করেন। সেই পোস্টে অনেকে নানা রকম বাজে কমেন্টস করে। এতে বাদীর সুনামহানিসহ সামাজিক ও আর্থিকভাবে এক কোটি টাকা ক্ষতি হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি লাক্স তারকা ঈশানার বিরুদ্ধে আদালতে মামলা করেন প্রেম। আদালত মামলাটি আমলে নিয়ে আসামি ঈশানাকে ২২ মার্চ আদালতে হাজির হতে সমন জারি করে।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখার পর থেকে বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে যাচ্ছেন মৌনিতা খান ঈশানা। খণ্ড ও ধারাবাহিক দুই ধরনের নাটকে নিয়মিত কাজ করছেন তিনি।
	  	  	  
	  প্রযোজক-অভিনেতা মারূফ খান প্রেমের দায়ের করা মানহানির মামলার শুনানিতে মঙ্গলবার আদালতে হাজির হওয়ায় কথা থাকলেও ঈশানা না থাকায় ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সূচনা গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আগামী ২৭ জুন পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন প্রাপ্তির জন্য পরবর্তী তারিখ ধার্য করা হয়।
মামলার বাদী প্রযোজক অভিনেতা মারূফ খান প্রেম অভিযোগে উল্লেখ করেন, শুটিং সেটে তার অনুপস্থিতিতে ঈশানা তাকে গালাগালি ও ফেসবুকে একটি মানহানিকর স্ট্যাটাস পোস্ট করেন। সেই পোস্টে অনেকে নানা রকম বাজে কমেন্টস করে। এতে বাদীর সুনামহানিসহ সামাজিক ও আর্থিকভাবে এক কোটি টাকা ক্ষতি হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি লাক্স তারকা ঈশানার বিরুদ্ধে আদালতে মামলা করেন প্রেম। আদালত মামলাটি আমলে নিয়ে আসামি ঈশানাকে ২২ মার্চ আদালতে হাজির হতে সমন জারি করে।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখার পর থেকে বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে যাচ্ছেন মৌনিতা খান ঈশানা। খণ্ড ও ধারাবাহিক দুই ধরনের নাটকে নিয়মিত কাজ করছেন তিনি।
			Published in
			Banglatainment
		
		
	  
	  
		
  
 
		  	
	      
	      
      	      	অভিনেত্রী জয়া আহসান অভিনয় করছেন চোরাবালি ও পারলে ঠেকা নামের…		
	      
	      
      	      	‘বাহুবলি-২’ সিনেমা এখন জনপ্রিয়তার শীর্ষে। তবে এই বাহুবলি তৈরি করতে…		
	      
	      
      	      	বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছে। চাচারা বেড়াতে এসেছেন। একটু পর বোনও…		
	      
	      
      	      	এতদিন যে  অপু বিশ্বাস কে আপনারা সিনেমায় দেখছেন এবং তার…		
	      
	      
      	      	কথা ছিল সালাহউদ্দিন লাভলুর ‘ওয়ারিশ’ ছবিতে আরেফিন শুভর বিপরীতে জুটি…		