0 awesome comments!
ইংরেজ ছাগল
ছাগল ব্যা ব্যা করে ডাকবে এটাই স্বাভাবিক। কিন্তু তা না বলে ছাগলটি ডাকে হোয়াট হোয়াট বলে। একেবারে মানুষের মত। ব্রিটেনের টেনেসিতে ডাস্টি বিলিউ নামে এক ভদ্রলোক ছাগলটি এভাবে ডাকে বলে তার ডাক রেকর্ড করেছেন। অত:পর তাকে ইংরেজ ছাগল বলা যায়, তাই না। তার সঙ্গে কেউ ব্যা ব্যা ডাক দিলেও সে হোয়াট হোয়াট বলেই প্রতিউত্তর দেয়।
এমনকি ছাগলটির ডাক রেকর্ড শেষে ব্লিউ যখন চলে আসছিলেন তখন সে বাই বলে বিদায় জানায়। লিংকটি দেখে নিতে পারেন। ইউটিউবে এ লিংকটি পোস্ট করার পর ৪ হাজার মানুষ তা দেখেছে। আপনি হতে পারেন সেই ভাগ্যবান।
৬ সেকেন্ডের একটি ফুটেজ দেয়া গেল। বাকি আপনার ইচ্ছা।
			Published in
			Khobor Tobor
		
		
	  
	  
		
  
		  	