মশা তাড়াবে টিভি!

Rate this item
(3 votes)
ভাবুন তো একবার, বাসায় মশার উৎপাত বেড়ে গেছে। মশা তাড়ানোর সব উপকরণ বা ওষুধ ব্যবহার করেও মিলছে না রেহাই। এখন উপায়, বাসার টিভি অন করে দেওয়া। আপনার কাছে আপাতত দৃষ্টিতে এটা হাস্যকর হতে পারে, কিন্তু আসলেই টিভি ছাড়া মাত্রই মশারা পালাবে। প্রযুক্তির কল্যাণে বহু ধরনের টিভি এখন ঘরের দরজায়।

কিন্তু কখনও এমন টিভির কথা শোনা না গেলেও দক্ষিণ কোরিয়ার সংস্থা এলজি এমন একটি টিভি আবিষ্কার করেছে যেটা থাকলে আর রুমে মশা আসবে না।

ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে। কিন্তু কীভাবে এটা সম্ভব, সংস্থার দাবি, টিভির শব্দের সঙ্গে এমন একটি ‘টক্সিক রেপেল্যান্ট’ ব্যবহার করা হচ্ছে যা মানুষের শরীরে কোনো খারাপ প্রভাব ফেলবে না, তবে মশাদের তাড়াবে। ‘টক্সিক রেপেল্যান্ট’ মানে তাতে কোনো কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে না বলেই দাবি করেছে এলজি।

এমনকি এ ‘টক্সিক রেপেল্যান্ট’ একদম লাইফটাইম গ্যারান্টি দেওয়া। এটাকে রিফিলিং করার কোনো দরকার নেই। এলজির এ নতুন টিভির দাম ভারতে ২৬ হাজার রুপি।
0 awesome comments!

Latest from Super User

Scroll to Top