0 awesome comments!
রিয়াজের সঙ্গে প্রভা
ব্যক্তিগত জীবনের টানাপড়েন শেষে দীর্ঘদিন হল অভিনয়ে ফিরেছেন প্রভা। পেছনের সব জঞ্জাল ভুলে নিয়মিত কাজ করে যাচ্ছেন নাটকে। এবার এ অভিনেত্রী সংসার পাতছেন চিত্রনায়ক রিয়াজের সঙ্গে। তবে বাস্তবে নয়, পর্দায় সংসারের সব আয়োজন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তাদের।
সম্প্রতি রাইসুল তমাল রচিত ও আসাদুজ্জামান সবুজ পরিচালিত ‘মাধবীলতা শুধু তোমার জন্য’ নাটকে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন তারা। শুধু প্রভাই নয়, এতে রিয়াজের বিপরীতে নাফাও অভিনয় করেছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে প্রভা বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে খুব একটা কাজ করা হয়নি। তবে যেগুলোতে অভিনয় করেছি সবই দর্শক গ্রহণ করেছেন। এ ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম হবে না।’
রিয়াজ বলেন, ‘দারুণ একটি গল্পের নাটক এটি। শুটিং করার সময়ই মনে হয়ছে নাটকটি দর্শকপ্রিয়তা পাবে।’ গতকাল নাটকটির শুটিং শেষ হয়েছে। শিগগিরই এটি কোনো এক চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
সম্প্রতি রাইসুল তমাল রচিত ও আসাদুজ্জামান সবুজ পরিচালিত ‘মাধবীলতা শুধু তোমার জন্য’ নাটকে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন তারা। শুধু প্রভাই নয়, এতে রিয়াজের বিপরীতে নাফাও অভিনয় করেছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে প্রভা বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে খুব একটা কাজ করা হয়নি। তবে যেগুলোতে অভিনয় করেছি সবই দর্শক গ্রহণ করেছেন। এ ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম হবে না।’
রিয়াজ বলেন, ‘দারুণ একটি গল্পের নাটক এটি। শুটিং করার সময়ই মনে হয়ছে নাটকটি দর্শকপ্রিয়তা পাবে।’ গতকাল নাটকটির শুটিং শেষ হয়েছে। শিগগিরই এটি কোনো এক চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
Published in
Banglatainment

জনবহুল রাস্তায় যানজটে আটকে আছে গাড়ি। এদিকে, প্রসব যন্ত্রণায় ছটফট…
একে তো সূর্যের প্রচণ্ড তাপ! তার উপর আবার উনুনের আগুন।…
শৌচালয় নয়, আপনার হাতের মোবাইলই সবচেয়ে বেশি নোংরাময় একটি বস্তু।…
প্রায় ২শ বছর পর পাওয়া গেলো বিরল প্রজাতির এক রক্তখেকো…
ফ্রান্সে ইসলামি দার্শনিক তারিক রামাদানের একটি অনুষ্ঠানে প্রবেশ করে চারজন… 