ভিনগ্রহীরা নিয়ন্ত্রণ করছে সূর্য! (ভিডিও)
আপনার, আমার, সবার এ সৌরজগতের মূলে কে? সূর্য। আর সূর্যকে নিয়ন্ত্রণ করছে কে? একেকজন একেক কথা বলবে। সম্প্রতি এক মহাকাশ বিজ্ঞানী দাবি করেছেন, সূর্য আর সূর্যের আলোকে নিয়ন্ত্রণ করছে ভিনগ্রহী বা অ্যালিয়েনরা! মেইল অনলাইন জানিয়েছে, স্কট ওয়ার্নিং নামে এক বিজ্ঞানী কিছু ছবি বিশ্লেষণ করে দেখিয়েছেন সূর্যের আশপাশে কিছু বস্তুকে দেখা গেছে। এগুলো অ্যালিয়েনের চিহ্ন। তিনি দাবি করেন, এ অ্যালিয়েনরাই ঠিক করে দিচ্ছে সূর্যের গতিপ্রকৃতি। 
এমনকি পৃথিবীসহ অন্যান্য গ্রহে কতটুকু সূর্যের আলো যাবে তাও ঠিক করে দিচ্ছে! প্রতিদিন ২৪ ঘণ্টা এসব বস্তু সূর্যের চারিদিকে উড়ে বেড়ায় বলে দাবি করেছেন ওয়ার্নিং। ওয়ার্নিং সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ছবিগুলো দেখে ওই ব্যাখ্যা দিয়েছেন। ওয়ার্নিং জানিয়েছেন, তিনি নাসার পাঠানো সোলার অ্যান্ড হেলিওস্ফেরিক অবজারভেটরি উপগ্রহের পাঠানো ছবি দিয়েই তা ব্যাখ্যা করেছেন।  প্রতিবেদনে বলা হয়, ছয়-সাত বছর আগে মস্কোর বিজ্ঞানীরা এমন দাবি করেছিলেন। 
ওয়ার্নিং বলেন, ‘অ্যালিয়েনরা সূর্যকে নিয়ন্ত্রণ করতে পারে। অথবা এরচেয়েও দুর্লভ কিছু করতে পারে।’ তিনি বলেন, ‘আশা করি তাঁরা কোনো ভুল করবেন না অথবা আমাদের গ্রহের কোনো ক্ষতি করবেন না।’
 
ভিডিও দেখতে ক্লিক করুন

 
  
		  	 যাকে বলে 'একেবারে মাথায় হাত'! এতদিন যা লুকিয়ে-চুরিয়ে দেখতেন তা…
	      
	      
      	      	যাকে বলে 'একেবারে মাথায় হাত'! এতদিন যা লুকিয়ে-চুরিয়ে দেখতেন তা…		 হগউইড এমন এক গাছ যার রস যেখানে লাগবে, জ্বালিয়ে পুড়িয়ে…
	      
	      
      	      	হগউইড এমন এক গাছ যার রস যেখানে লাগবে, জ্বালিয়ে পুড়িয়ে…		 পৃথিবী থেকে অনেক আগেই বিলুপ্তি হয়ে গেছে মানুষ খেকো ডাইনোসর।…
	      
	      
      	      	পৃথিবী থেকে অনেক আগেই বিলুপ্তি হয়ে গেছে মানুষ খেকো ডাইনোসর।…		 খুব খিদে পেয়েছিল ওর। হাতের সামনে ফোনটা পেয়েই সোজা পিত্জা…
	      
	      
      	      	খুব খিদে পেয়েছিল ওর। হাতের সামনে ফোনটা পেয়েই সোজা পিত্জা…		 এও কি সম্ভব! গুলি লাগল গায়ে তার পরেও জীবিত এক…
	      
	      
      	      	এও কি সম্ভব! গুলি লাগল গায়ে তার পরেও জীবিত এক…		