গুগল সার্চে নিষিদ্ধ রিভেঞ্জ পর্ণ

Rate this item
(3 votes)

সার্চ রেজাল্ট থেকে রিভেঞ্জ পর্ণ লিংক সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছে সার্চ ইঞ্জিন গুগল। ভুক্তভোগীদের আবেদনের ভিত্তিতে লিংকটি সরানো হচ্ছে বলে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে। মূলত ওয়েবে এসকল কনটেন্ট খুঁজে পাওয়ার ক্ষেত্রে গুগল প্রধান মাধ্যমে হিসেবে কাজ করে। আর তাই গুগল থেকে এ ধরনের লিংক অপসারণ করার মাধ্যমে কার্যকর একটি সমাধান পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রিভেঞ্জ পর্ণ অধিকাংশ ক্ষেত্রেই একেবারেই ব্যক্তিগত, আর এ জাতীয় কনটেন্ট ওয়েবে থাকায় অনেকেই মানসিক ক্ষতির শিকার হচ্ছেন। ক্ষেত্র বিশেষে আত্মহত্যার মতো ঘটনাও ঘটছে। আর তাই পর্ণ কনটেন্ট সার্চ রেজাল্ট থেকে অপসারণ করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উটৈছে বলে জানান গুগলের সার্চ ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমিত সিংহাল।

মূলত প্রতিহিংসার বশবর্তী হয়ে কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে তাদের অন্তরঙ্গ ছবি কিংবা ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়াই 'রিভেঞ্জ পর্ণ' নামে পরিচিত। সাম্প্রতিক সময়ে বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে রিভেঞ্জ পর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

0 awesome comments!

Latest from Super User

Scroll to Top