প্রসব বেদনায়ও ভিডিও গেমের নেশা!
অনালইন ভিডিও গেমের নেশায় বুদ হয়ে পড়ার অভ্যাস শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যেই বেশি শোনা যায়। বিশ্বের অনেক তরুণ-তরুণীও স্বাভাবিক কাজ বাদ দিয়ে এসব গেমে মজে থাকেন। তবে এই গেমে আসক্ত হওয়ার নতুন এক বিস্ময় সৃষ্টি করলেন চীনের ২৪ বছরের এক নারী।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর তাদের এক প্রতিবেদনে জানায়, প্রসব বেদনা সত্ত্বেও ওই নারীর ভিডিও গেমের নেশা ছিল। চীনের শানডং প্রদেশের ওই নারী একটি ইন্টারনেট ক্যাফেতে অনলাইনে গেম খেলার এক পর্যায়ে কন্যা সন্তান প্রসব করেন। সন্তান প্রসবের পরও অন্য সব মায়েদের মতো আচরণ না করে ফের গেম খেলতে শুরু করেন তিনি।
খবরে বলা হয়, সন্তানসম্ভবা ওই নারী পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়ার জের ধরে গত সোমবার বাড়ি থেকে পালিয়ে একটি সাইবার ক্যাফেতে যান। সেখানে তিনি তার প্রেমিকের জন্য অপেক্ষা করছিলেন। এক পর্যায়ে ক্যাফেতে উপস্থিত অন্যরা একটি নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। তখন তারা গিয়ে দেখতে পান, মেঝেতেই সন্তান প্রসব করেছেন ওই নারী।
এসময় তারা তাকে গরম পানি দিয়ে পরিষ্কার হতে বললেও তিনি তা না শুনে ভিডিও গেম খেলা চালিয়ে যেতে থাকেন। তার এমন আচরণে হতভম্ভ হয়ে যান ক্যাফের লোকেরা। এরপর তাদের কয়েকজন ওই বাচ্চাটিকে একটি কাপড়ে মুড়িয়ে দেন। তখনো ওই নারী গেম খেলছিলেন! এক পর্যায়ে তার গেম খেলা শেষ হয়। তারপর তারা অ্যাম্বুলেন্স ডেকে মা ও নবজাতককে হাসপাতালে পাঠান।
ঘটনার খবর পেয়ে ওই হাসপাতালে ছুটে যান ওই নারীর প্রেমিক ও পরিবারের সদস্যরা।

 
  
		  	 বিবাহ-বহির্ভূত সম্পর্ককে বৈধতা দিয়েছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। এর ফলে…
	      
	      
      	      	বিবাহ-বহির্ভূত সম্পর্ককে বৈধতা দিয়েছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। এর ফলে…		 নদীতে গোসল করতে নেমে লোকজন দেখেন পানিতে ভাসছে কচকচে নোট।…
	      
	      
      	      	নদীতে গোসল করতে নেমে লোকজন দেখেন পানিতে ভাসছে কচকচে নোট।…		 ভারতের গুজরাট রাজ্যের এক বাসিন্দা জোর করে বিমানবালার সঙ্গে সেলফি…
	      
	      
      	      	ভারতের গুজরাট রাজ্যের এক বাসিন্দা জোর করে বিমানবালার সঙ্গে সেলফি…		 ভারতের মুম্বাই শহরে মাত্রাতিরিক্ত অ্যালকোহল পানের পর এক নারী গাড়ি…
	      
	      
      	      	ভারতের মুম্বাই শহরে মাত্রাতিরিক্ত অ্যালকোহল পানের পর এক নারী গাড়ি…		 প্রেম মানে না উচুঁ-নিচু, মানে না ভেদাভেদ। শুধু সিনেমার নায়ক-নায়িকার…
	      
	      
      	      	প্রেম মানে না উচুঁ-নিচু, মানে না ভেদাভেদ। শুধু সিনেমার নায়ক-নায়িকার…		