0 awesome comments!
সেলফি তুলতে মায়ের লাশ কবর থেকে উত্তোলন
সমাজ জীবন নিয়ে তার কোনো মাথা ব্যাথা নেই। আর নেই বলেই বেশ কয়েকটি বিয়ের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন। কারণ তিনি মৃতদের ছেড়ে অন্য কোথাও যেতে চান না। তার শখ মৃতদেহের সঙ্গে সেলফি তোলা। বলা হচ্ছে দিয়াব সাইকলি নামে এক লেবানিজ গোরস্থান রক্ষীর কথা। শুধু তাই নয় মায়ের মৃতদেহের সঙ্গে সেলফি তুলতে তিনি কি না মায়ের লাশও কবর থেকে তুলেছেন।
সম্প্রতি মধ্যপ্রাচ্যের টিভি চ্যানেল এমবিসি টিভি তাদের অনলাইনে এই তথ্য জানিয়েছে। তিনি ওই চ্যানেলকে একটি সাক্ষাৎকার দেন। এ সময় একজন মনস্তত্ববিদও এই বিষয়ে আলোচনা করেন। তবে দিয়াবের কোনো মানসিক সমস্যা নেই বলে জানা যায়।
দিয়াব টিভি উপস্থাপক ও মনস্তত্ববিদকে জানান, তিনি কবরস্থানে সময় যাপন করতে পছন্দ করেন। মৃতদের মাঝে তিনি আলাদা রকমের সুখ খুঁজে পান।
			Published in
			Khobor Tobor
		
		
	  
	  
		
  
 
  
		  	 বয়স ৬০এর কাছাকাছি। কণ্ঠস্বর মিষ্টি। কিন্তু, শুনলে প্রতিবেশীদের মৃত্যুও হতে…
	      
	      
      	      	বয়স ৬০এর কাছাকাছি। কণ্ঠস্বর মিষ্টি। কিন্তু, শুনলে প্রতিবেশীদের মৃত্যুও হতে…		 ধর্ষণের শিকার পুরুষের জন্য প্রথম জরুরি ক্লিনিক চালু করছে সুইডেনের…
	      
	      
      	      	ধর্ষণের শিকার পুরুষের জন্য প্রথম জরুরি ক্লিনিক চালু করছে সুইডেনের…		 পঙ্গু হলে তার ঠিকানা হয় হুইলচেয়ারে। কিন্তু ডাকাতি করা যার…
	      
	      
      	      	পঙ্গু হলে তার ঠিকানা হয় হুইলচেয়ারে। কিন্তু ডাকাতি করা যার…		 অবশেষে বাজারে এসেছে স্বর্ণের তৈরি ব্রা [মহিলাদের অন্তর্বাস]। সাতশ' গ্রাম…
	      
	      
      	      	অবশেষে বাজারে এসেছে স্বর্ণের তৈরি ব্রা [মহিলাদের অন্তর্বাস]। সাতশ' গ্রাম…		 আকাশের রং নীল। সমুদ্রের পানি নীল। হীরা হয় নীল রঙের।…
	      
	      
      	      	আকাশের রং নীল। সমুদ্রের পানি নীল। হীরা হয় নীল রঙের।…		