রামায়ণ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর মুসলিম কিশোরীর
দক্ষিণ ভারতীয় রাজ্য কর্ণাটকে 'রামায়ণ'-এর উপর একটি পরীক্ষায় প্রথম হয়ে সবাইকে অবাক করে দিয়েছে এক মুসলিম কিশোরী। ফাতিমা রাহিলা নামের কর্নাটকের পুত্তুর জেলার নবম শ্রেণির ওই ছাত্রী 'রামায়ণ' বিষয়ক পরীক্ষায় ৯৩ শতাংশ নম্বর তুলে তার হিন্দু সহপরীক্ষার্থীদেরকে পেছনে ফেলে দেন। গত নভেম্বরে পরীক্ষাটি নিয়েছিল ভারত সংস্কৃতি প্রতিষ্ঠান। কর্নাটক-কেরালা সীমানার ছোট্ট একটি গ্রামের এই কিশোরীও সেই পরীক্ষায় বসেছিল আর পাঁচজনের মতো।
কিন্তু সাড়া জাগানো ফলাফল করার সুবাদে এখন তার নাম দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। ফাতিমার বাবা ইব্রাহিম একটি কারখানায় কাজ করেন। মা গৃহকাজ করেন। কর্ণাটক-কেরালা সীমান্তবর্তী সার্ভোদায়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিমা রামায়ণ ও মহাভারতের ওপর পড়াশুনা করতে চায়। তার বাবা ইব্রাহিম বলেন, ফাতিমার চাচাও এই বিষয়টা পছন্দ করেন। ফাতিমার মা-বাবার আশা, তাদের মেয়ে পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করবে। ফাতিমার পরিবার জানায়, নবম শ্রেণিতে ওঠার পর হিন্দু সাহিত্যের ওপর ফাতিমার আগ্রহ জন্মে। ফাতিমা বলেন, ''বছরের শুরু থেকে আমি আমার চাচার সহায়তায় প্রস্তুতি নিতে শুরু করি। আমি মহাভারত পরীক্ষায়ও অংশ নিতে চাই। ওই স্কুল থেকে ৩৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। নিয়মানুযায়ী শুধুমাত্র নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরাই সেই পরীক্ষায় অংশ নেয়।

আইএস'এ যোগ দিতে ঘর ছেড়ে সিরিয়ার উদ্দেশ্যে যাত্র শুরু করেছিলো…
সম্প্রতি মা হতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেন এক অবিবাহিত…
প্রতিশ্রুতি ছিল এয়ার হোস্টেসের চাকরির। কিন্তু ১ লক্ষ ৫৭ হাজার…
ক্রিকেট খেলায় নিজের পছন্দের দল জিতলে বিভিন্ন মডেলকে নগ্ন হওয়ার…
শেষ পর্যন্ত মৃত ব্যক্তির সঙ্গে সেলফি তুলল এক সৌদি কিশোর।… 