সন্তান পেতে পারে প্রাক্তন প্রেমিকের আদল

Rate this item
(1 Vote)

নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দিয়েছেন এক চমকপ্রদ তথ্য। তারা বলছেন, সন্তান সাধারণত দেখতে বাবার মতো হয়ে থাকে। কিন্তু সন্তানের আচার-আচরণ বাবার মতো হলেও চেহারায় থাকতে পারে স্ত্রীর প্রাক্তন প্রেমিকের মতো।  গবেষণায় প্রাপ্ত তথ্য থেকে বিজ্ঞানীরা জানাচ্ছেন, একজন নারী প্রথম যখন কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তখন তার অপরিপক্ক ডিম্বাণু শুক্রাণুর কিছু অণুকে নিজে থেকেই অবশোষিত করে নেয়।

পরবর্তীতে যখন সেই নারী স্বামী বা অন্য পুরুষের সঙ্গে মিলিত হয়ে সন্তানের জন্ম দেন তখন প্রাক্তন প্রেমিকের শুক্রাণু গর্ভজাত সন্তানের রং-রূপ বদলে দিতে পারে। এমনও হতে পারে যে নবজাতক শিশুর চেহারা নারীর প্রাক্তন প্রেমিকের সঙ্গে হুবহু মিলে যায়। গবেষণায় দেখা গেছে, অনেক নারীই জানিয়েছেন তাদের প্রথম সন্তানের চেহারা, গায়ের রঙ, উচ্চতা কোনো কিছুই তার স্বামীর সঙ্গে মিলেনি বরং প্রাক্তন প্রেমিকের মিল রয়েছে।

0 awesome comments!

সর্বাধিক পঠিত

Scroll to Top