মিলনে নারাজ স্ত্রী, ডিভোর্স চাইলেন স্বামী

Rate this item
(3 votes)

স্বামীর সঙ্গে যৌন মিলনে নারাজ স্ত্রী৷ অথচ পরপুরুষের সঙ্গে অবাধে যৌন সংসর্গ চালিয়ে যাচ্ছেন তিনি৷ এমনই অভিযোগ তুলে আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করলেন ৭৫ বছরের এক বৃদ্ধ৷ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ায়।

অভিযোগ, নিজের স্ত্রীকে যৌন মিলনে কোনওমতেই রাজি করাতে পারছেন না তিনি৷ কিন্তু গোপনে পরপুরুষের সঙ্গে অবাধে চালিয়ে যাচ্ছেন যৌন সংসর্গ চালাচ্ছেন তাঁর স্ত্রী৷ ওই বৃদ্ধের নাম কায়োডে ওগুনতুয়াসে। ইকিটি প্রদেশের বাসিন্দা কোয়োডের স্ত্রী ফেলিসার বয়স ৫৩ বছর৷ বৃদ্ধের অভিযোগ, মোট তিনজনের সঙ্গে বিছানায় শুতে দেখে হাতেনাতে ধরেছেন স্ত্রীকে৷

এর পরই ফেলিসার বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন তিনি৷ পাশাপাশি চুরি, খুনের হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগ আনেন কায়োডে ওগুনতুয়াসে৷ ফেলিসা অবশ্য আদালতে দাঁড়িয়ে স্বামীর আনা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন৷

তঁর কথায়, স্ত্রী হিসাবে নিজের সব দায়িত্ব পালন করেছেন তিনি। মাত্র একবারই যখন শরীরটা খানিক খারাপ হয়েছিল, সেবারই স্বামী আবেদনে সাড়া দিতে পারেননি তিনি।

0 awesome comments!

সর্বাধিক পঠিত

Scroll to Top