কিশোরীর বড়শিতে ২৮০ কেজি ওজনের মাছ
টুনা মাছ ধরার সব রেকর্ড ভেঙ্গে দিল কানাডার নোভা স্কুটিয়ার ১২ বছরের স্কুল ছাত্রী জিনাগাবিন। প্রায় ২ঘন্টা চেষ্টার পর অবশেষে বিশাল ওই টুনাটিকে ধরতে সক্ষম হল গাবিন। এর আগে ১৯৭৯ সালে ৪৩১ পাউন্ড ওজনের একটি টুনা মাছ ধরার রেকর্ড ছিল আরেক কানাডিয়ান নাগরিক কেন ফ্যাসারের। তার এই রেকর্ড আন্তর্জাতিক মৎস্য এসোসিয়েশনে লিপিবদ্ধ আছে ।
২৮০ কেজি ওজনের টুনাটি ২ ঘন্টা চেষ্টার পর অবশেষে ধরতে সক্ষম হয় গাবিন। গাবিনের আগে এতো কম বয়সে এ মাছ কেউ ধরতে পারেনি । তাই এই সংবাদ প্রকাশের পর পুরো স্কুটিয়া উপকূল জুড়ে হৈচৈ পরে গেছে। তার এই কৃতিত্ব নতুনভাবে লিপিবদ্ধ করতে ইন্টারন্যাশনাল গেমিং ফিশিং এসোসিয়েশন এ পাঠানো হয়েছে। সম্ববত এটিই হবে ১১-১৬ বছরের শিশুদের এত বড় টুনা মাছ ধরার বিশ্ব রেকর্ড ।
গাবিনের মা জিনাচন্দ্রা এ মাছ ধরার জন্য তাকে একটি আইপ্যাড উপহার দিবেন। মেয়ের এমন কাজের জন্য তার বাবাও অনেক খুশি।
একটি টুনা মাছ উচ্চতায় সর্বোচচ ৩০ ফুট পর্যন্ত হয়ে থাকে। টুনা মাছ প্রতি ঘন্টায় ৪৩ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। প্রতিটি প্রাপ্ত বয়স্ক টুনা ৪ হাজার মাইল পর্যন্ত দৌঁড়াতে পারে। সামুদ্রিক এ টুনা গড়ে ২১ বছর পর্যন্ত বেঁচে থাকে। টুনা মাছ পানির ৯০ মিটার পর্যন্ত ডুব দিয়ে যায়।
কটি সামুদ্রিক টুনা সাধারণত ৮ বছর বয়সে পূর্ণ যৌন সক্ষমতা অর্জন করে। বিশ্বে সবচেয়ে বেশি টুনা মাছ নিলামে বিক্রি হয় জাপানে যার পরিমাণ প্রায় ১.৫ মিলিয়ন টন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে পণ্য হিসেবে বিক্রি করতে বিজ্ঞাপন দিয়েছে…
আলাপ ফেসবুকে। দু’বছর ফোনে কথার পর আলাপ। অবশেষে একদিন দেখা…
বিশ্বের সবচেয়ে পাতলা জন্ম নিরোধক 'কনডম' তৈরি করেছে চীনা একটি…
আপনার, আমার, সবার এ সৌরজগতের মূলে কে? সূর্য। আর সূর্যকে…
নারীদের চেঞ্জিং রুমে গোপন ক্যামেরা থাকার অভিযোগ হরহামেশাই ওঠে বিভিন্ন… 