0 awesome comments!
খেলতে খেলতে সন্তান প্রসব!
এমনও হয়, খেলতে খেলতেই সন্তান প্রসব! অবাক লাগলেও সত্যি। আর এরকম ঘটনাটি ঘটেছে বিশ্বের সবচেয়ে জনসংখ্যা বহুল দেশ চীনে। এক টিনএজ নারী ভলিবল খেলোয়াড় খেলা চলাকালীন সবার অগোচরে, অলক্ষ্যে জিমনেসিয়ামের টয়লেটে সন্তান প্রসব করে। তারপর নবজাতককে সে রেখে আসে স্টেডিয়ামের বাইরে। এখানেই শেষ নয়, পরেক্ষণে আবার খেলা শুরু করে। জাতীয় পর্যারের ভলিবল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ওই নারী। ভেবেছিল কাউকে কিছু জানতে দেবে না। শেষ পর্যন্ত অবশ্য ঘটনা চাপা থাকেনি। নবজাতককে দেখতে পান স্থানীয় এক নারী।
চ্যাংজিং স্পোর্টস সেন্টারের বাইরে শিশুটিকে দেখার পরেই সেই নারী স্টেডিয়ামের ভিতরে ঢুকে পড়েন কৌতূহলী হয়ে। তিনি দেখতে পান এক নারী ভলিবল খেলোয়াড়ের জুতায় রক্তের দাগ। সন্তান প্রসব করার পরেও ওই খেলোয়াড়টি এমন ভাবে খেলা চালিয়ে যাচ্ছিল, যেন কিছুই ঘটেনি। এরপর ওই নারী বিষয়টি সবাইকে অবিহিত করেন। দ্রুত চিকিৎসককেও ডাকা হয়। মা ও সন্তানকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে দু’জনকেই সুস্থ বলে ঘোষণা করা হয়। এদিকে, নারী ভলিবল খেলোয়াড়টি যে সন্তান সম্ভবা তা বাকিদের বোধগম্য হল না কেন, সেটাই এখন টুর্নামেন্ট কর্তৃপক্ষের কাছে বিস্ময়ের। পরে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
চ্যাংজিং স্পোর্টস সেন্টারের বাইরে শিশুটিকে দেখার পরেই সেই নারী স্টেডিয়ামের ভিতরে ঢুকে পড়েন কৌতূহলী হয়ে। তিনি দেখতে পান এক নারী ভলিবল খেলোয়াড়ের জুতায় রক্তের দাগ। সন্তান প্রসব করার পরেও ওই খেলোয়াড়টি এমন ভাবে খেলা চালিয়ে যাচ্ছিল, যেন কিছুই ঘটেনি। এরপর ওই নারী বিষয়টি সবাইকে অবিহিত করেন। দ্রুত চিকিৎসককেও ডাকা হয়। মা ও সন্তানকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে দু’জনকেই সুস্থ বলে ঘোষণা করা হয়। এদিকে, নারী ভলিবল খেলোয়াড়টি যে সন্তান সম্ভবা তা বাকিদের বোধগম্য হল না কেন, সেটাই এখন টুর্নামেন্ট কর্তৃপক্ষের কাছে বিস্ময়ের। পরে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
Published in
Khobor Tobor

সৌদি আরবে বিশ্বের বৃহত্তম হোটেল নির্মাণের কাজ এগিয়ে চলছে। হোটেলটি…
ব্রিটেনের ম্যাঞ্চেস্টার শহরের একটি অফিসের ভিতর ভৌতিক পরিবেশের সিসিটিভি ফুটেজ।কর্মীদের…
ধূমপানে কমে পুত্রসন্তান জন্মদানের ক্ষমতা। আর যেহেতু সন্তানের লিঙ্গ নির্ধারণে…
ঘুষ হিসেবে সরকারি কর্মকর্তাদের কুমারী মেয়ে 'উপহার' দিচ্ছেন চীনা ব্যবসায়ীরা!…
মুসলমান সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশি দেশগুলোর প্রভাব ও গোড়া ইসলামপন্থা ঠেকাতে তাজিকিস্তানের… 