ভৌতিক অনুভূতি পেতে তৈরি হলো ভূত মেশিন!

Rate this item
(3 votes)

সুইজারল্যান্ডের একদল গবেষক তৈরি করেছেন ভূত মেশিন! যারা ভূত বিশ্বাস করেন না মূলত তাদের জন্যই এই মেশিন। এটি ভৌতিক অনুভূতি পেতে বাধ্য করবে।

গবেষকরা জানিয়েছেন, ভূত মেশিন শতভাগ সফল হয়েছে। কয়েকজন স্বেচ্চাসেবীকে দিয়ে যন্ত্রটি পরীক্ষা করেও দেখা হয়েছে। সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি'র গবেষকরা বলেছেন, স্বেচ্চাসেবীদের এই মেশিনের সঙ্গে আটকে দিয়ে এর সুইচ টিপে দিতেই তারা ভয়ে কান্নাকাটি ও চিৎকার চেচামেচি শুরু করে দিয়েছিলেন। কারণ হিসেবে তারা বলেছেন, কীভাবে জানি তাদের মনের মধ্যে ভৌতিক একটা অনুভূতি জন্মেছিল। আতঙ্কে দিশেহারা বোধ করছিলেন তারা।

0 awesome comments!

খবর টবর

Scroll to Top