পানির স্বাদে পরিবর্তন, কারণ খুঁজতে ট্যাঙ্কে মিলল নায়িকার দেহ...
আবাসনের পানির স্বাদটা কয়েক মাস ধরেই কেমন অদ্ভুত লাগছিল বাসিন্দাদের। পানি খেয়ে সবাই বলছিলেন, স্বাদটা স্বাভাবিক নয়। কিন্তু ঠিক কী রকম খেতে, তা কেউ বলে বোঝাতে পারছিলেন না। ওই ট্যাঙ্কের পানিই ফ্ল্যাটের সবাই পান করেন। কিন্তু পানির অদ্ভুত স্বাদ কেন, কেউই বুঝতে পারছিলেন না। গত মঙ্গলবার কারণ প্রকাশ্যে আসতেই রক্ত শীতল হয়ে যায় সবার। ভয়ে অনেকে নির্বাক হয়ে যান। যাদের পেটে পানি গেছে তাদের গা গুলিয়ে ওঠে।
কিন্তু কেন? মেক্সিকো সিটির ঘটনা। শহরের একটি আবাসনের বাসিন্দারা বেশ কয়েক মাস ধরেই অভিযোগ করছিলেন, তাদের পানির স্বাদ স্বাভাবিক লাগছে না। অনেকের মতে, স্বাদটি মজার। আবার কারও কাছে অদ্ভুত, কেউ বা বলেছেন একটু কটু গন্ধ পানিতে। কারণ খুঁজতে আবাসনের বাসিন্দারাই ট্যাঙ্কের ঢাকনা খোলার ব্যবস্থা করেন। তারপর যা দেখেন, তাতে সেই মুহূর্তেই অসুস্থ হয়ে পড়েন অনেকে। ট্যাঙ্কে ভাসছে একটি পচা, গলা, ফুলে যাওয়া দেহ।
হ্যাঁ, ঠিকই পড়েছেন। দেহটি মেক্সিকোর এক উঠতি মডেল ও অভিনেত্রীর। নাম কারমেন ইয়ারিরা নরিয়েজা এসপারজা। পুলিশ জানিয়েছে, বছর সাতাশের ওই অভিনেত্রীর খোঁজ পাওয়া যাচ্ছিল না গত বছর ফেব্রুয়ারি থেকে। ওই আবাসনেই একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। ফ্ল্যাটটি দীর্ঘদিন ধরেই তালাবন্ধ ছিল। কারমেনের পরিবার ও বন্ধুরা কারমেনকে এতদিন হন্যে হয়ে খুঁজেছেন। কিন্তু কারমেনের খোঁজ পাওয়া যায়নি। সবাই ভেবেছিলেন, কারমেনকে হয়তো অপহরণ করা হয়েছে বা যৌন ব্যবসায় নামিয়ে দেওয়া হয়েছে। ফ্ল্যাটের পানীয় জলের ট্যাঙ্কে যে দেহ ভাসছে, তা কেউ দুঃস্বপ্নেও ভাবেনি।
কিন্তু মানুষ পঁচা মেশানো পানির স্বাদ ভাল লাগবে কেন? আর এর দুর্গন্ধ তো যা তা হবার কথা নয়। কারও কারও ধারণা- অনেক পানির সঙ্গে মেশার কারণে দুর্গন্ধ কম পাওয়া গেছে। আর যেহেতু পানি অটোমেটিক ফিল্টার হয়ে আসে তাই গন্ধটা সেখানেই বদলে গেছে। এজন্য কারও কারও কাছে পানির স্বাদ মজার মনে হয়েছে।
পুলিশ দেহ ময়নাতদ্নেক জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পরই বোঝা যাবে, কেউ তাকে খুন করে ট্যাঙ্কে ফেলে দিয়েছে কিনা।

ক্রিকেট খেলায় নিজের পছন্দের দল জিতলে বিভিন্ন মডেলকে নগ্ন হওয়ার…
সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় অবস্থিত কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের মেডিসিন…
ইয়েতি বা তুষারমানবের গল্প রূপকথা বা কমিকসে পাওয়া যায়। হিমালয়…
আমাদের দেশে কিংবা দেশের বাইরে সাধারণত অর্থের বিনিময়ে ড্রাইভিং প্রশিক্ষক…
গৌতম বুদ্ধ পরমার্থের সন্ধানে ঘর ছেড়েছিলেন। মহাত্মা মনীষীদের গৃহত্যাগের বর্ণনা… 