'ঢাকা অ্যাটাক'র পর 'ডু অর ডাই'

Rate this item
(1 Vote)
'ঢাকা অ্যাটাক' দিয়েই বড় পর্দায় নিজের অভিষেককে রাঙিয়েছেন দীপঙ্কর দীপন। এখনো একাধিক হলে সিনেমাটি চলছে। এরইমধ্যে নিজের পরবর্তী সিনেমার নাম ঘোষণা করেছেন নির্মাতা। ছবির নাম 'ডু অর ডাই'। রাজধানীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে বুধবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়েছে।

অনুষ্ঠানে চলচ্চিত্রের কনসেপ্ট পোস্টার উন্মোচন করা হয়েছে। মুক্তিযুদ্ধের অবিশ্বাস্য ও দুঃসাহসিক অপারেশন কিলো ফ্লাইট নিয়ে ছবিটি নির্মিত হবে।

'ডু অর ডাই' ছবিটির মূল চরিত্রে কারা থাকছেন সে ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। এতে বাংলাদেশ ও মুম্বাইয়ের শিল্পীদের সম্পৃক্ত করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন পরিচালক। শ্যুটিং শুরু হবে আগামী নভেম্বরে। যৌথ প্রযোজনায় 'ডু অর ডাই' ছবিটি মুক্তি পাবে ২০১৯ সালে।
0 awesome comments!

বাংলাটেইনমেন্ট সর্বাধিক পঠিত

Scroll to Top