চিঠিতে আলিয়াকে যা বললেন দীপিকা!

Rate this item
(1 Vote)
দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট বলিউডে হালের অন্যতম জনপ্রিয় দুই অভিনেত্রী। দুজনেই ইন্ডাস্ট্রিতে দ্যুতি ছড়াচ্ছেন।

তাদের মধ্যে সম্পর্কটাও বেশ বন্ধুত্বপূর্ণ।
পদ্মাবতী সিনেমায় দীপিকার ফার্স্ট লুক প্রকাশের পরই তাকে প্রশংসায় ভাসিয়ে ছিলেন আলিয়া। আর এর উত্তর চিঠিতে দিলেন দীপিকা। জানালেন ডিয়ার জিন্দেগি অভিনেত্রীর সবচেয়ে বড় ভক্তও তিনি।

সম্প্রতি ‘লাক্স গোল্ডেন রোজ অ্যাওয়ার্ড ২০১৭’-এর একটি প্রোমো প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, শুটিংয়ের মুহূর্তে দীপিকার কাছ থেকে একটি চিঠি পান আলিয়া।

সেখানে লেখা, 'ডিয়ার আলিয়া, হাইওয়েতে (সিনেমা) মেকআপ ছাড়াই তোমাকে অনেক সুন্দর লেগেছে। কিন্তু রাস্তায় মুশকিলে কাটানো তোমার ৫২ দিন কারো নজরে আসেনি। আলিয়া তুমি সবার চেয়ে ছোট, কিন্তু কষ্ট করার দিক থেকে তুমি সবার বড়।
তোমার সবচেয়ে বড় ভক্ত দীপিকা।
এদিকে আজ বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। এ উপলক্ষে আয়োজিত একটি পার্টিতে যোগ দেন আলিয়া ও দীপিকা। সেখানে একসঙ্গে ক্যামরাবন্দিও হন তারা।
0 awesome comments!

বাংলাটেইনমেন্ট সর্বাধিক পঠিত

Scroll to Top