0 awesome comments!
লস অ্যাঞ্জেলেসে বিলাসবহুল বাংলো কিনলেন সানি!
কয়দিন আগে নিজের ৩৬তম জন্মদিন বেশ বড়সড় করেই পালন করলেন সানি লিয়ন। না, বিশাল কোনও পার্টি দেননি। বলিউডের বিশেষ কোনও সেলিব্রিটির সঙ্গেও সময় কাটাননি। স্বামী ড্যানিয়েলের সঙ্গে লং ড্রাইভেও যাননি কোথাও। তবে জন্মদিনের আগেই ড্যানিয়েলের সঙ্গে সানি নিজের নতুন বাংলোতে সিফ্ট করেছেন।
আমেরিকার লস অ্যাঞ্জেলেসে নতুন বিলাসবহুল বাংলোটি কিনেছেন সানি। সানির এই নতুন ঠিকানা শের্মান ওক যা বেভারলি হিল্স থেকে গাড়িতে মাত্র ৩০ মিনিটের দূরত্বে। আর এই বেভারলি হিল্স-এই বিরাজ করে রয়েছে ‘হলিউড’ লেখাটি।
এই বাংলোয় রয়েছে পাঁচটি বেডরুম, একটি হোম থিয়েটার, একটি অপূর্ব বাগান আর তার লাগোয়া সুইমিং পুল। আর রয়েছে আউটডোর ডাইনিং প্লেস। সব মিলিয়ে সানির নতুন ঠিকানা একেবারে ছবির মতো সুন্দর। আর নিজেদের পছন্দের বাংলোটিকে আরও সুন্দর করে সাজাতে কোনও রকম ত্রুটি রাখেননি ড্যানিয়েল আর সানি।
ইতালি, রোম আর স্পেন ঘুরে ঘর সাজানোর উপকরণ তুলে এনেছেন দু’জন। আর বাংলোর ঢোকার মুখে বসানো হয়েছে সানির পছন্দের দু’ ফুট লম্বা ব্রোঞ্জের গণেশের মূর্তি। সব মিলিয়ে স্বপ্নের মতোই সুন্দর করে সাজানো সানির নতুন স্বপ্নের ঠিকানা।
আমেরিকার লস অ্যাঞ্জেলেসে নতুন বিলাসবহুল বাংলোটি কিনেছেন সানি। সানির এই নতুন ঠিকানা শের্মান ওক যা বেভারলি হিল্স থেকে গাড়িতে মাত্র ৩০ মিনিটের দূরত্বে। আর এই বেভারলি হিল্স-এই বিরাজ করে রয়েছে ‘হলিউড’ লেখাটি।
এই বাংলোয় রয়েছে পাঁচটি বেডরুম, একটি হোম থিয়েটার, একটি অপূর্ব বাগান আর তার লাগোয়া সুইমিং পুল। আর রয়েছে আউটডোর ডাইনিং প্লেস। সব মিলিয়ে সানির নতুন ঠিকানা একেবারে ছবির মতো সুন্দর। আর নিজেদের পছন্দের বাংলোটিকে আরও সুন্দর করে সাজাতে কোনও রকম ত্রুটি রাখেননি ড্যানিয়েল আর সানি।
ইতালি, রোম আর স্পেন ঘুরে ঘর সাজানোর উপকরণ তুলে এনেছেন দু’জন। আর বাংলোর ঢোকার মুখে বসানো হয়েছে সানির পছন্দের দু’ ফুট লম্বা ব্রোঞ্জের গণেশের মূর্তি। সব মিলিয়ে স্বপ্নের মতোই সুন্দর করে সাজানো সানির নতুন স্বপ্নের ঠিকানা।
Published in
Banglatainment

বলিউডের হলোটা কী? একের পর এক যৌনতা নির্ভর সিনেমা তৈরি…
ভারতের ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম শুনলেই ক্ষোভে…
সংখ্যার হিসেব কষলে তার গানের সংখ্যা খুব বেশি নয়, কিন্তু…
বড় পর্দার পূর্ণিমা এবার ঈদে ছোট পর্দার কাজ নিয়ে ভীষণ…
মডেল ও অভিনয়শিল্পী সারিকার বিরুদ্ধে এবারে অপেশাদার আচরণের অভিযোগ তুলেছে… 