কথোপকথন
পা রেখেছি যৌবনে ধারাবাহিকটি লিখেছেন ও পরিচালনা করছেন ফেরদৌস হাসান। আজ প্রচারিত হবে চ্যানেল টোয়েন্টিফোরে। এতে অভিনয় করছেন মোনালিসা। এ সময়ের ব্যস্ততা নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।
এবার ঈদের আগে ঢাকায়ই আছেন?
হ্যাঁ, এবার কিন্তু আমি অনেক কাজ করছি। আর রোদে পুড়ে পুড়ে কালো হয়ে যাচ্ছি।
কোথায় রোদে পুড়ছেন?
টিকাটুলীতে। আমরা আছি রোজ গার্ডেনে। এর আগে শহীদ ও শুভমিতার গাওয়া ‘এক জীবনে’ গানটির মিউজিক ভিডিও দারুণ জনপ্রিয় হয়েছিল। এখন তৈরি হচ্ছে শহীদ ও শুভমিতার গাওয়া ‘এক জীবনে ২’ গানের মিউজিক ভিডিও। মডেল হয়েছি আমি আর অন্তু করিম। পরিচালনা করছেন চন্দন চৌধুরী।
মোশাররফ করিমের সঙ্গে তো প্রথম অভিনয় করলেন? কেমন লাগল?
মোশাররফ করিমের সঙ্গে এবারই প্রথম অভিনয় করেছি। তিনি তো মজার মানুষ। পুরো সময়টা দারুণ উপভোগ করেছি।
ছয় পর্বের নাটক। নাম সুখটান। ঈদে প্রচারিত হবে এনটিভিতে। পরিচালক মাসুদ সেজান খুব খুঁতখুঁতে। যতক্ষণ না তাঁর নিজের পছন্দ হচ্ছে, ততক্ষণই শট্ দিতে হয়। এই নাটকে একটি দৃশ্যের জন্য ২০ বার শট্ দিতে হয়েছে।
ঈদের নাটকে কোন পরিচালকদের সঙ্গে কাজ করেছেন?
কয়েকজনের সঙ্গে কাজ করেছি। তাঁদের মধ্যে আছেন দীপঙ্কর দীপন, মাহফুজ আহমেদ, নরেশ ভূঁইয়া, শাফায়েত মনসুর।
আজ তো আপনার অভিনীত ‘পা রেখেছি যৌবনে’ প্রচারিত হবে।
ফেরদৌস হাসানের সঙ্গে অনেক কাজ করেছি। এই নাটকের গল্পটি দারুণ। বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের নিয়ে। কাজ করতে ভালোই লাগছে।
ফাইয়াজের কথা শুনতে চাই।
ও তো যুক্তরাষ্ট্রে আছে। ভালো আছে। পড়াশোনার খুব চাপ। তার পরও প্রতিদিনই মুঠোফোনে আমরা কথা বলি।
বিয়েটা হচ্ছে কবে?
ওটা আমাদের দুই পরিবারের মুরব্বিরা সিদ্ধান্ত নেবেন। হয়তো খুব বেশি দেরি হবে না।