আসছেন অপি

Rate this item
(0 votes)

ডিসেম্বরে ঢাকায় ফিরছেন অপি করিম। তার পারিবারিক সূত্রে জানা যায় ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তিনি দেশে আসবেন। তবে এবার আর ফিরে যাচ্ছেন না। এখন থেকে ঢাকাতেই তিনি স্থায়ীভাবে বসবাস করবেন। কারণ এরই মধ্যে তিনি জার্মানিতে তার উচ্চতর ডিগ্রি শেষ করেছেন।


২০১০ সালে জার্মানির ব্যানবুর্গে অ্যানহাল্ট বিশ্ববিদ্যালয়ে ল্যান্ডস্কেপ আর্কিটেকচার বিষয়ে উচ্চতর ডিগ্রি নিতে ভর্তি হন অপি। তখন থেকে জার্মানিতেই বসবাস করছেন। মাঝে মধ্যে দেশে আসতেন বেড়াতে। দু একটা নাটকেও অভিনয় করতেন।


২০১১ এ এসে বিয়ে করেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে। বিয়ের পর আবার ফিরে যান তিনি। অপি ভক্তদের জন্য সুখবর হল আবারো এ অভিনেত্রীকে টিভি পর্দায় নিয়মিত দেখা যাবে।

0 awesome comments!
Scroll to Top