0 awesome comments!
পৃথিবীর সবচেয়ে ছোট হোটেল!
জর্দানের এক বেদুঈন মোহাম্মদ আল মালহিম। ৬৪ বছর বয়সী মালহিম তার এলাকায় আবু আলী নামে সমধিক পরিচিত।
তবে বিচিত্র এই বিশ্বে তার আরও একটি পরিচয় আছে। পৃথিবীর সবচেয়ে ছোট হোটেলের মালিক তিনি! এমনটাই দাবি মালহিমের। জানা গেছে, ইঞ্জিন বসে যাওয়ার পর নিজের গাড়িটাকেই হোটেল বানিয়ে নিয়েছেন মালহিম। রাস্তার পাশে গাড়ি হোটেল নিয়ে খদ্দেরের আশায় বসে থাকেন তিনি। আয়-রোজগারও খুব একটা খারাপ হয়না। পর্যটকরা কৌতুহলী হয়েই আসেন তার গাড়ি হোটেলে।
মালহিমের দাবি, তার এই গাড়ির আবাস পৃথিবীর সবচেয়ে ছোট হোটেল। তবে যে কেউ তার এই কিম্ভূত হোটেলে থেকে পাঁচ তারকা হোটেলের ছোঁয়া পাবেন।
আবু আলীর গাড়ি হোটেলে রঙিন বিছানার চাদর আর বালিশে রয়েছে স্থানীয় ঐহিত্যের এমব্রয়ডারির কাজ।
তার মেয়ের হাতে তৈরি আসবাবও আছে। এছাড়া, পাশেই এক গুহায় হোটেল লবি তৈরি ইচ্ছা আছে তার। সেই লবিতে তিনি চা-কফি ও জর্দানের ঐতিহ্যবাহী স্ন্যাকসের ব্যবস্থা রাখবেন। তার হোটেলে এক সঙ্গে কেবল দু’জন অতিথি ঘুমাতে পারেন। এক রাতের জন্য ভাড়া প্রায় ৬ হাজার টাকা।
উল্লেখ্য, জর্ডানের মরুভূমিতে আল জাভা নামে যে গ্রামে তার বাড়ি তার কাছে রয়েছে ১২ শতকের এক প্রাচীন দুর্গ। তাই ওই এলাকায় পর্যটক সমাগমও বেশী।
তবে বিচিত্র এই বিশ্বে তার আরও একটি পরিচয় আছে। পৃথিবীর সবচেয়ে ছোট হোটেলের মালিক তিনি! এমনটাই দাবি মালহিমের। জানা গেছে, ইঞ্জিন বসে যাওয়ার পর নিজের গাড়িটাকেই হোটেল বানিয়ে নিয়েছেন মালহিম। রাস্তার পাশে গাড়ি হোটেল নিয়ে খদ্দেরের আশায় বসে থাকেন তিনি। আয়-রোজগারও খুব একটা খারাপ হয়না। পর্যটকরা কৌতুহলী হয়েই আসেন তার গাড়ি হোটেলে।
মালহিমের দাবি, তার এই গাড়ির আবাস পৃথিবীর সবচেয়ে ছোট হোটেল। তবে যে কেউ তার এই কিম্ভূত হোটেলে থেকে পাঁচ তারকা হোটেলের ছোঁয়া পাবেন।
আবু আলীর গাড়ি হোটেলে রঙিন বিছানার চাদর আর বালিশে রয়েছে স্থানীয় ঐহিত্যের এমব্রয়ডারির কাজ।
তার মেয়ের হাতে তৈরি আসবাবও আছে। এছাড়া, পাশেই এক গুহায় হোটেল লবি তৈরি ইচ্ছা আছে তার। সেই লবিতে তিনি চা-কফি ও জর্দানের ঐতিহ্যবাহী স্ন্যাকসের ব্যবস্থা রাখবেন। তার হোটেলে এক সঙ্গে কেবল দু’জন অতিথি ঘুমাতে পারেন। এক রাতের জন্য ভাড়া প্রায় ৬ হাজার টাকা।
উল্লেখ্য, জর্ডানের মরুভূমিতে আল জাভা নামে যে গ্রামে তার বাড়ি তার কাছে রয়েছে ১২ শতকের এক প্রাচীন দুর্গ। তাই ওই এলাকায় পর্যটক সমাগমও বেশী।
Published in
Khobor Tobor

সস্ত্রীক ব্রিটেনে থাকার জন্য কয়েক বছর ধরেই প্রশাসন ও আদালতের…
প্রথমে দর্শনার্থী হয়ে চিড়িয়াখানায় প্রবেশ। তারপর নগ্ন হয়ে সিংহের খাঁচায়…
মানুষের মত ইঁদুররাও তাদের মস্তিষ্কে চারপাশের মানচিত্র অংকন করে হিপ্পোক্যাম্পাস…
সিরহোয়ি আর্মস হোটেল গৃহহীনদের অস্থায়ী আস্তানা হিসেবে পরিচিত। এই অস্থায়ী…
চীনের বাসিন্দা হলে এতদিনে হয়ত র্যাডফোর্ড দম্পতিকে দেশ ছাড়তে হত।… 