অদ্ভুত তিরন্দাজ! (ভিডিও)

Rate this item
(2 votes)

এই মেয়েই কি সেরা তিরন্দাজ? এ নিয়ে জল্পনা তুঙ্গে। ১৯ বছর বয়সি রুশ তরুণীর যে ভিডিও ভাইরাল হয়েছে, তা দেখে সবার তো তাক লেগে গেছে। ঘটনাটা কী? হাত দিয়েই তীর ছোড়ার দৃশ্য সবার পরিচিত। এই রুশ কন্যা তো সব অর্থেই ব্যতিক্রমী। তার নাম আনা বেলিশ। বয়স মাত্র উনিশ। হাত দিয়ে সে তীর ছোড়ে না। সে তীর ছোড়ে পা দিয়ে। তীর ছোড়ার সময়ে মাথা থাকে নীচে। আর পা উপরে। এই অভিনব প্রক্রিয়ায় অব্যর্থ লক্ষ্যভেদ করতেও সক্ষম আনা।

আনার বাবা সের্গেই বেলিশ স্থানীয় একটি রেলওয়ে স্টেশনে সামান্য কাজ করে জীবিকা নির্বাহ করেন। মেয়ে কীভাবে এই পদ্ধতিতে তীর ছুড়তে শিখল, সেটা তিনিও জানেন না। বলছিলেন, ‘‘ছোটবেলা থেকেই আমার মেয়ে অ্যাক্রোবেটিক্সে দারুণ।’’ সেই অ্যাক্রোবেটিক্স এবং তিরন্দাজি মিলে গেলে কী হয়, সেটাই এখন দেখাচ্ছে আনা। 

ভিডিও দেখতে ক্লিক করুন

0 awesome comments!

খবর টবর

Scroll to Top