প্রতি মাসে প্রেমিকাকে গাড়ি উপহার, অতঃপর !
কুয়েতের এক প্রেমিক প্রতি মাসেই একটি করে বিলাসবহুল গাড়ি উপহার দিতেন প্রেমিকাকে। সম্প্রতি এই প্রেমিক ট্রাফিক পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। অপরাধ- এ পর্যন্ত তিনি তার প্রেমিকাকে যতগুলো গাড়ি উপহার দিয়েছেন তার সবগুলোই চোরাই গাড়ি।
কুয়েতের আল আহমাদি এলাকায় প্রেমিকাকে চড়িয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় অভিনব ও বিলাসবহুল গাড়িটি ট্রাফিক পুলিশের নজরে আসে। এতে পুলিশ গাড়িটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে প্রেমিকা জানান, এটা তাকে উপহার দিয়েছেন তার প্রেমিক। প্রতি মাসেই তিনি তাকে একটি গাড়ি দেন।
পরে পুলিশ তাকে জানায়, এটি চুরি করা গাড়ি। এতে মর্মাহত প্রেমিকা চোর প্রেমিকের বিষয়ে বিস্তারিত জানিয়ে পুলিশকে সহযোগিতা করেন। ওই প্রেমিকা বলেন, তিনি জানতেন তার প্রেমিক মিলিওনিয়ার। তাই প্রতি মাসে তাকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দেয়াটাও ছিলো তার একটি বিলাসবহুল খেয়ালিপনা।
তিনি জানান, প্রতি মাসেই নতুন একটি গাড়ি চালাতে চালাতে সে আমার কাছে আসতো। আর একটি বাক্সবন্দি গাড়ির চাবি তুলে দিতো আমার হাতে।

ধর্ষণের মতো জঘন্য অপরাধের ক্ষতিপূরণ কয়েক কেজি গম! হ্যাঁ, অনেকটা…
সানাইয়ের সুরে তখন গমগম করছে বিয়ের আসর। বরযাত্রীরা এসে পৌঁছেছে।…
নাম তার স্টিফেন ফিশার। বয়স ৫৯। উদ্দেশ্য হচ্ছে, বিয়ে করা।…
ফেসবুকে এবার এক ভারতীয় যুবতীর প্রেমে মজলেন বাংলাদেশি এক মেয়ে।…
নতুন বৌয়ের ঘোমটা সরানোর পর আনন্দের পরিবর্তে মনটা ভেঙে গেল… 