এবার মঙ্গলে দেখা মিলল ভাল্লুকের!

Rate this item
(1 Vote)

পানি, নারীর পর এবার মঙ্গল গ্রহে দেখতে পাওয়া গেল বন্যপ্রাণী ভাল্লুক। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা এর আগে মঙ্গল গ্রহে জীবের উপস্থিতি প্রমাণের জন্য অনেক রকম ছবিই পাঠিয়েছে। সম্প্রতি সংস্থাটির পাঠানো ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে চার পা বিশিষ্ট কোন স্তন্যপায়ী প্রাণীকে। যে প্রাণীটিকে খানিকটা দেখতে বন্যপ্রাণী ভাল্লুকের মতো। আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট (ইউএফও) শিকারিদের ভাষ্য, নাসাকে যে ছবি পাঠানো হয়েছিল সেটি ছিল রঙিন ছবি। কিন্তু ছবিটিকে সাদা কালো করে দিয়ে লাল গ্রহে প্রাণের কথা অস্বীকার করেছে নাসা। তারা আরও জানায়, রঙিন ছবিটিতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে প্রাণীটির গায়ে লোম আছে। লোম থেকে জানা যাচ্ছে এটা কোন প্রাণীর মূর্তি নয়, সত্যিকারের প্রাণী।

0 awesome comments!

খবর টবর

Scroll to Top