বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ চেয়ে ফেঁসে গেলেন এক এএসআই

Rate this item
(2 votes)
উচ্চ আদালতের এক বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ দাবি করায় ফেঁসে গেলেন পুলিশের বিশেষ শাখার এক এএসআই। এ ঘটনায় তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি কাজী রেজা-উল হকের একক হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। বিচারপতির দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ঘুষ চেয়েছিলেন ওই এএসআই।

পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ও দায়িত্ব থেকে সরিয়ে দিতে বলেছেন আদালত।

উল্লেখ্য, হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য সহকারী উপপরিদর্শক (এএসআই) সালাম বিচারপতির স্ত্রীর কাছে দু’হাজার টাকা ঘুষ দাবি করেন। এরপর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয় এবং আজ বুধবার সকালে ওই পুলিশ সদস্যকে আদালতে হাজির হতে বলা হয়।

বুধবার এই পুলিশ কর্মকর্তা হাজির হলে আদালত এ আদেশ দেন। পরবর্তীতে পুলিশের কাছে দেওয়ার জন্য সালামকে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. কামাল হোসেন শিকদার এর হাতে তুলে দেওয়া হয়।
0 awesome comments!
Scroll to Top