ওয়ার্নের একাদশে মুস্তাফিজ

Rate this item
(1 Vote)
পূর্ণ ফিট হতে এখনো এক মাস লাগবে মুস্তাফিজুর রহমানের। টানা খেলার ধকল এখনো সামলাতে পারেননি ‘কাটার মাস্টার’। তাই কাউন্টি ক্রিকেটের দল সাসেক্সে খেলার সম্ভাবনা এখন শূন্যের কোটায়! অবশ্য মুস্তাফিজ সাসেক্সে খেলা না খেলার বিষয়ে কিছুই জানাননি। ফিটনেস বাড়াতে কাজ করছেন মুস্তাফিজ। তখন বিশ্বের সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন তার ভেরিফায়েড পেজ বুকে সেরা টি-২০ একাদশ নির্বাচন করেছেন।

তাতে বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইলরা রয়েছেন। সেখানে রয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজও। মুস্তাফিজে এতটাই মজেছেন ক্রিকেট পন্ডিতরা যে, তাকে নিয়েই একাদশ সাজাচ্ছেন। কাটার মাস্টার আইপিলে খেলেছেন চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদে। সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ছিলেন তুরুপের তাস।

ওয়ার্নার তাকে ব্যবহার করেছেন ডেড ওভারে। সব মিলিয়ে আইপিএলের সেরা বোলারদের তালিকায় উইকেট সংগ্রহ মুস্তাফিজের অবস্থান ৫। ইনজুরির জন্য একটি ম্যাচ খেলেননি কাটার মাস্টার। ১৬ ম্যাচে ৬১ ওভারে ৪২১ রান দিয়ে উইকেট নিয়েছেন ১৭টি। ওভার প্রতি স্ট্রাইক রেট ৬.৯০। আইপিএলের সেরা ৫০ বোলারের মধ্যে যা দ্বিতীয়। সবার ওপরে লেগ স্পিনার জাম্পা।

৫ ম্যাচে যার উইকেট ১২টি এবং ওভার প্রতি স্ট্রাইক রেট ৬.৭৬। মুস্তাফিজের বোলিংয়ে মুগ্ধ শেন ওয়ার্ন তার একাদশে রেখেছেন কাটার মাস্টারকে। কিন্তু আশ্চর্য হলেও সত্যি, ওয়ার্ন একাদশে জায়গা দেননি তারই স্বদেশী ওয়ার্নারকে।

ওয়ার্নের একাদশ: ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককলাম, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, শেন ওয়াটসন, এন্ড্রু রাসেল, ডুয়াইন ব্রাভো, জস বাটলার, মিচেল স্টার্ক, সুনীল নারাইন এবং মুস্তাফিজুর রহমান (ফিজ)।
0 awesome comments!
Scroll to Top