৩০ সেকেন্ডের ভুলে ডুবেছিল টাইটানিক!

Rate this item
(2 votes)
টাইটানিক-কে বাঁচানোর জন্য হাতে ৩০ সেকেন্ড সময় ছিল। হয়তো বাঁচানো যেত হাজার হাজার যাত্রীসহ টাইটানিককে।

ঠিক যে মুহূর্তে হিমশৈলটি নাবিকদের চোখে পড়েছিল তারা বিষয়টি জাহাজের দায়িত্বে থাকা অফিসারকে জানিয়েছিলেন। আর সেখানেই বড় একটি ভুল করে ফেলেন জাহাজের অফিসার-ইন-চার্জ উইলিয়াম মার্ডক। জাহাজের পথ পাল্টানোর নির্দেশ দিতে তিনি সময় নিয়েছিলে তিরিশ সেকেন্ড। আগে মনে করা হত, মার্ডক সঙ্গে সঙ্গেই জাহাজের পথ পাল্টানোর নির্দেশ দিয়েছিলেন।

কিন্তু তখন কাজ হয়নি। বলা হয়েছিল যে, হিমশৈলটি দেখতেই দেরি করে ফেলেছিলেন নাবিকরা। যে সময়ে তারা মার্ডককে সতর্ক করেন, সে সময়ে জাহাজের পথ পাল্টেও কিছু করার ছিল না। যদিও সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বাস্তবে ঘটেছিল উল্টোটাই।

গবেষকরা বলছেন, জাহাজের গতিমুখ পাল্টালে কী হতে পারে তা নিয়ে দ্বিধায় ছিলেন মার্ডক। তিনি ভেবেছিলেন, এক বিপদ থেকে বাঁচতে আরও বড় বিপদে পড়তে পারে টাইটানিক।
0 awesome comments!
Scroll to Top