মেক আপ না করে গাড়ি চালানোর ফতোয়া

Rate this item
(1 Vote)

মহিলাদের গাড়ি চালানোর ওপর ফতোয়া জারি ছিল সৌদি আরবে। এবার সেই ফতোয়াকে একটু আলগা করল সৌদি আরব। এবার নির্দেশ দেয়া হলো গাড়ি চালানোর অধিকার রয়েছে ৩০ বছরের বেশি বয়সী মহিলাদের। আর মুখে থাকবে না কোনোরকম মেক আপ। অর্থাৎ আকর্ষণীয় হয়ে গাড়ি চালানো যাবে। এমন ফতোয়াই জারি করা হয়েছে।

মহিলাদের গাড়ি চালানো বন্ধ করে দেয়ায় ব্যাপক বিদ্রোহ হয়েছিল। তার জেরেই এই পরিবর্তন। সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত করা গাড়ি চালানো যাবে। পোশাক নিয়ে বিধি তো আগেই ছিল। শহরের মধ্যে তারা নিজেরা গাড়ি চালাতে পারেন, তবে শহরের বাইরে গেলে একজন পুরুষ সঙ্গী থাকতেই হবে।

0 awesome comments!
Scroll to Top