৩ বছর বয়সেই মেয়র
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় ছোট শহর ডরসেটের মেয়র নির্বাচিত হয়েছেন ৩ বছর বয়সী শিশু জেমস টাফটস।! ৬ বছর বয়সী বড় ভাই রবার্টস টাফটসের স্থলাভিষিক্ত হয়েছে সে। খবর এনডিটিভির।
খবরে বলা হয়, গত ২ আগস্ট মেয়র নির্বাচিত হয় জেমস। এর আগে তার বড় ভাই রবার্টস ২ মেয়াদে শহরটির মেয়র ছিলেন। ছোট ভাইয়ের হাতে ক্ষমতা হস্তান্তরের সময় তিনি পপি (কার্টুন) নিয়ে কথা বলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।
ডরসেটের খাদ্য উৎসব পালনের সময় জেমসকে মেয়র ঘোষণা করা হয়। লটারির মাধ্যমে সে এ মেয়র নির্বাচিত হয়।
এক সাক্ষাৎকারে রবার্টস টাফটস বলেন, আমি মেয়রের দায়িত্ব পালন করার বিষয়টি খুবই উপভোগ করেছি।
মা এমা টাফটস বলেন, তিনি তার সন্তানদের নিয়ে গর্বিত। কেননা তার ছেলেরা মেয়রের দায়িত্ব খুব ভালভাবে পালন করছে।
প্রসঙ্গত, শহরটিতে ২২ জন লোক বাস করছে। যে কেউ এখানকার মেয়র হতে পারেন। একবার শিকাগোর ৪ বছর বয়সী ছেলে ডরসেটের মেয়র নির্বাচিত হয়েছিলেন। তবে শুধু আনুষ্ঠানিকতা রক্ষার জন্য জেমসকে মেয়র নির্বাচিত করা হয়েছে।

ভারতের কালকা-শিমলা হাইওয়ের সমুদ্রতল থেকে ৭০০০ হাজার ফুট উঁচু ক্যারোল…
জয়পুরে ফটোশ্যুট করছিলেন জনপ্রিয় সেসেলিয়া ক্যালিন। কিন্তু আচমকা সেখানে হাজির…
ঘটনাটি ৯ বছর আগের। আজ থেকে ৯ বছর আগে নিউ…
উঁচু একটা পাহাড়, সেখানে দাঁড়িয়ে খোশমেজাজে গল্প করছে প্রেমিক ও…
সেলফি নিয়ে উত্সাহের আতিশয্যে আবারও প্রাণ গেল দুই ব্যক্তির! দু'টো… 