রোবটের সঙ্গেই সেক্সে উৎসাহী হয়ে উঠবে মানুষ

Rate this item
(4 votes)

অদূর ভবিষ্যতে রোবটের সঙ্গেই নাকি যৌনসম্পর্ক তৈরি করবে মানুষ! রোবটের প্রতি যৌন আকর্ষণকে রোবোফিলিয়া বলা হয়। প্রযুক্তির প্রতি মানুষের প্রবল আকর্ষণের কারণে অচিরেই হয়তো রোবোফিলিয়াও অতিসাধারণ ঘটনা হয়ে উঠবে মানব সমাজে। এমনটাই দাবি বিশেজ্ঞদের।

সানডারল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি অফ সেক্স অ্যান্ড রিলেশনসিপ বিশেষজ্ঞ ড. ড্রিসকোল জানিয়েছেন, ২০৭০ সালের মধ্যেই 'সেক্স টেক' বিষয়টি সহজলভ্য হয়ে উঠবে। শারীরিক সম্পর্ককে তখন সেকেলে মনে হবে। এখনই অনলাইনে মানেকুইন পার্টনার ওর্ডার করা যায়। আগামী কয়েক বছরের মধ্যে সেক্স ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াবে রোবটিক, ইন্টারেক্টিভ, মোশন সেনসিং টেকনোলজি।

ড. ড্রিসকোল আরও বলেন, এই মুহূর্তে হয়ত ভার্চুয়াল রিয়েলিটি বা রোবটিক সেক্স বিষয়টি খানিক অলীক কল্পনাই লাগছে। কিন্তু আমরা যদি ১০০ বছর পিছিয়ে যাই তাহলে দেখবো এই এক শতকে সেক্স সম্পর্কিত সামাজিক নিয়মগুলি কীভাবে দ্রুত গতিতে পাল্টে পাল্টে গেছে।

মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের মাধ্যমটা এতটাই বেশি টেকনোলজি নির্ভর ভার্চুয়াল ওয়ার্ল্ডের মুখাপেক্ষী হয়ে উঠছে যে কিছুদিনের একাকীত্ব কাটাতে মানুষ হয়ত রোবট পার্টনারের মধ্যেই মানসিক ও শারীরিক ভালবাসা অনুসন্ধানী হয়ে উঠবে বলে মনে করেন গবেষকরা।

0 awesome comments!
Scroll to Top