শেষকৃত্যের সময় উলঙ্গ নৃত্যের ওপর নিষেধাজ্ঞা

Rate this item
(3 votes)

পৃথিবীতে বিচিত্রের শেষ নেই। অবাক হলেও সত্যি । চীনের কিছু কিছু গ্রামে কেউ মারা গেলে তার শেষকৃত্যানুষ্ঠানে যাতে বেশি লোক সমাগম হয় - সে জন্য উলঙ্গ নৃত্যানুষ্ঠানের যে বিচিত্র প্রথা আছে - তা নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

এই নগ্ন নৃত্যের আয়োজকদের বিশ্বাস, শেষকৃত্যে বেশি লোক হলে মৃতের কল্যাণ হবে। তা ছাড়া শেষকৃত্যে যত বেশি লোকসমাগম হবে, মৃত ব্যক্তির জন্য তা তত বেশি সম্মানজনক বলে ধরা হয়।

সে জন্যই লোক আকৃষ্ট করতে এই নগ্ন নৃত্যের আয়োজনের রীতি। এ জন্য বিশেষ ধরণের নাচিয়ে বা 'স্ট্রিপার'দের দলও আছে বলে জানা যায়।

কিন্তু চীনের সংস্কৃতি মন্ত্রণালয় এখন তাদের ভাষায় এই 'অসভ্য' প্রথার অবসান ঘটানোর চেষ্টা করছে। এক বিবৃতি দিয়ে মন্ত্রণালয় এ ধরণের 'অশ্লীল অনুষ্ঠান' আয়োজনের কঠোর নিন্দা করেছে।

সম্প্রতি চীনের উত্তরাঞ্চলের হেবেই এবং পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে দুটি শেষকৃত্যানুষ্ঠানের সময় উলঙ্গ নৃত্যের আয়োজন করা হয়। এর পর কর্তৃপক্ষ আয়োজক এবং নাচের দলটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।

0 awesome comments!
Scroll to Top