ঈশ্বরের হাত দেখল বিজ্ঞানীরা

Rate this item
(2 votes)

'হ্যান্ড অফ গড' কথাটা শুনলে আজও চোখে ভাসে মারাডোনার সেই বিখ্যাত গোলের দৃশ্য। তবে সবুজ মাঠ পেরিয়ে অনন্ত মহাকাশে হঠাৎ দেখা গেল 'ইশ্বরের হাত'!

ধর্মগুরুরা তো সহমত হবেনই, বিজ্ঞানেরও বিস্ময় 'এ হাত কেমন হাত!'  নাসার নুস্টার  মহাযানের তোলা গ্যালাক্সির এক্সরে ছবি দেখে হতবাক বিজ্ঞানীরা। কাকতালীয়ভাবে যে হাতের ছবি উঠে এসেছে, তা একাধিক গ্যালাক্সির সমষ্টি। নাসার নিউক্লিয়ার স্পেক্ট্রোস্কপিক টেলিস্কোপ অ্যারে নীল রঙের কিছু গ্যালাক্সির ছবি তোলে। অন্যদিকে নাসার চন্দ্র এক্সরে সবুজ ও লাল রঙের কিছু ছবি তোলে। সব ছবি যোগ করলে দেখা গেছে অদ্ভুত এক হাতের ছবি।

তবে বিজ্ঞানীরা জানান এইরকম অ্যাস্ট্রোফিজিক্যাল ঘটনা প্রায়শঃ ঘটে মহাকাশে। কখনও দেখা গেছে বিভিন্ন পশু ও মানুষের আকার নিয়ে তৈরি হয়ে থাকে গ্যালাক্সির বিভান্ন রকম ভেদ। তবে বিজ্ঞানীরা মনে করছেন, 'হ্যান্ড অফ গডে'র গ্যালাক্সির ছবি অভিনব তাঁদের কাছে।

0 awesome comments!
Scroll to Top