জমকালো সন্ধ্যায় মডেল খোঁজার আয়োজন

Rate this item
(1 Vote)
দেশের হাজারো সুন্দরীকে পেছনে ফেলে বিজয় মুকুট ছিনিয়ে নিলেন হাসিন রওশন জাহান। তারা ঝিলমিল এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীর মুকুটের সঙ্গে সঙ্গে জিতে নিলেন দর্শকের হূদয়। প্রথমবারের মতো আয়োজিত ভিট-চ্যানেল আই টপ মডেল হয়েছেন তিনিই। প্রতিযোগিতায় প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ হয়েছেন যথাক্রমে সানজিদা ইসলাম তাহা ও নোমিরা আহমেদ রাখি। পুরস্কার হিসেবে তাঁরা পেয়েছেন—টপ মডেল পাঁচ লাখ টাকা, প্রথম রানারআপ তিন লাখ টাকা ও দ্বিতীয় রানারআপ দুই লাখ টাকা।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিন বিচারক নোবেল, তানিয়া আহমেদ, কানিজ আলমাস খানসহ প্রতিযোগিতার আয়োজকেরা।
রাজধানীর স্থানীয় একটি হোটেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ভিট-চ্যানেল আই টপ মডেল-২০১১ প্রতিযোগিতার চূড়ান্ত আসর। অনুষ্ঠানের শুরুতে এবারের প্রতিযোগিতার শুরু থেকে এ পর্যন্ত বিস্তারিত দেখানো হয়। স্বাগত বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী। অনুষ্ঠানে টপ টেন প্রতিযোগী মডেলের বিভিন্ন পোশাকে ক্যাটওয়াক ছাড়াও দুটি গানের সঙ্গে পারফরম্যান্স করেন আরেফিন শুভ, বিদ্যা সিনহা মিম, ইমন ও পূর্ণিমা। গান করেন আইয়ুব বাচ্চু।

ভিট-চ্যানেল আই টপ মডেল-২০১১ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে পর্যন্ত টিকে থাকা ১০ প্রতিযোগী হলেন: নোমিরা আহমেদ রাখি, নুশরাত জাহান মেবিন, অপ্সরা আলী, হাসিন রওশন জাহান, মেহজাবিন মোর্শেদ লামিসা, উম্মে হাবিবা ইভা, সানজিদা ইসলাম তাহা, সানজিদা তন্ময়, সামিয়া জাহান মুন ও সৈয়দা আনুশে আলী। প্রতিযোগিতাটি উপস্থাপনা করছেন সিজিল মির্জা।

আয়োজক সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ প্রতিযোগিতার শুরু হয়। সারা দেশের প্রায় এক হাজারের বেশি তরুণী প্রতিযোগী নিবন্ধন করেছিলেন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। সেখান থেকে প্রাথমিক বাছাই শেষে ১০০ জন তরুণীকে নির্বাচন করা হয়েছিল।
0 awesome comments!
Scroll to Top