সবাইকে উড়িয়ে দিবে ব্রাজিল

Rate this item
(0 votes)
খেলাধুলার প্রতি আমার আগ্রহ বরাবরই একটু বেশি। এখন তো আর খেলাধূলার বয়স নেই। কিন্তু খেলা দেখতে তো কোনো বাধা নেই। প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ ফুটবলের আসর বসে। এই মহাযজ্ঞের জন্য প্রতীক্ষায় থাকি। ফুটবল বিশ্বকাপ মানেই প্রিয় দল আর প্রিয় খেলোয়াড় নিয়ে চলে নানা বিশ্লেষণ ও তর্ক। শুটিং স্পটে আড্ডায় সবসময় কে কোন দলের সমর্থক এ নিয়ে আলোচনা তর্ক হয়। এটা অন্যরকম মজা। বিশ্বকাপ শুরু হলেই ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে একে অপরকে ঘায়েল করার চেষ্টা থাকে। আমি এটাকে পছন্দ করি না। মজার বিষয় হচ্ছে, আমার পুরো পরিবার ব্রাজিলকে সমর্থন করে।

আমি, (ওমর) সানি এবং আমাদের দুই সন্তানও ব্রাজিলের ঘোর সমর্থক। প্রতিবার আমরা মজা করে খেলা দেখি। এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুটি ম্যাচ মিস করিনি। পরিবারের সবাই মিলে খেলা দেখেছি। তবে একটা সমস্যা হয়ে গেছে সময় নিয়ে। এখন মাঝরাতে কিংবা ভোরে বেশিরভাগ খেলা প্রচার হওয়ার কারণে সব দলের খেলা দেখা সম্ভব হচ্ছে না। যেহেতু আমি ব্রাজিলের সমর্থক, তাই কষ্ট হলেও জেগে থাকি। ক্রোয়েশিয়ার সঙ্গে জয়ের পর মেক্সিকোর সঙ্গে ড্র করেছে ব্রাজিল। এতে আমি হতাশার কিছু দেখছি না। আশা করি, গত দুটি ম্যাচের চেয়ে আজকের ম্যাচটি ব্রাজিল ভালো খেলবে। শুধু ভালো না, আমার তো মনে হয় দলটা ফাটিয়ে খেলবে। ক্যামেরুন হয়তো পাত্তাই পাবে না নেইমার-অস্কারদের কাছে। নিজেদের প্রমাণ করতে নিশ্চয়ই ওরা মুখিযে আছে, কারণ মেক্সিকোর সঙ্গে ড্র অনেকে মেনে নিতে পারছে না। ফলে ক্যামেরুনের বিপক্ষে এই ম্যাচে স্মরণীয় নৈপুণ্য প্রদর্শনের মানসিকতা থাকবে সবার। শুধু জয় পেলেই হবে না, সমর্থকদের মন জয়ের চ্যালেঞ্জও থাকছে।

ব্রাজিল তাদের স্বাভাবিক ছন্দময় খেলাটা খেলুক। দলগতভাবে দলটা সে কাজটি সুন্দরভাবে াঠে প্রয়োগ করতে পারবে এ আশা রইলো।
0 awesome comments!
Scroll to Top