0 awesome comments!
আফ্রিদিকে ছেড়ে বিরাটের প্রেমে পাক মডেল!
শনিবার পর্যন্তও আফ্রিদি, আফ্রিদি করে গলা ফাটাচ্ছিলেন তিনি। একের পর এক ভিডিও, আর আফ্রিদির জন্য তার উষ্ণ ভালবাসায় ভরে উঠেছিল ফেসবুকের দেওয়াল থেকে টুইটার ওয়াল। ইডেনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাকিস্তানের কাছে জয় হাসিল করে টিম ইন্ডিয়া। পাকিস্তান জিতলে আফ্রিদির জন্য নগ্ন হয়ে নাচবেন বলেও ঘোষণা দিয়েছিলেন। নাচতে পারেননি তিনি। সেই দুঃখে কেঁদে ভাসিয়েছেন। স্পষ্ট জানিয়েছেন, ঘেন্না করেন আফ্রিদিকে। তিনি জনপ্রিয় পাক মডেল কান্দিল বালোচ।
কান্দিল বালোচ এবার ভারতের এক ক্রিকেটারের প্রেমে পড়লেন। তিনি বিরাট কোহলি। যিনি পাকিস্তানের বিরুদ্ধে জয়ের নায়ক। তাই আপাতত বিরাটের প্রেমেই মজেছেন এই পাক মডেল। আফ্রিদির 'ডাই হার্ট' ফ্যান কান্দিল বালোচ বিরাটকে এতটাই পছন্দ করতে শুরু করেছেন, যে একেবারে সরাসরি প্রেমের প্রস্তাবেও পিছুপা হননি। টুইটে বিরাট প্রেমে গদগদ কান্দিল বালোচ। বিরাট যে অনুষ্কাকে ভালবাসেন সে কথাও অজানা নয় তাঁর। তবুও, প্রেমে পা বাড়াতে রাজি বালোচ। টুইটারে বিরাটকে নিয়ে স্ট্যাটাসে কান্দিল লিখেছেন, ‘বিরাট বেবি, অনুষ্কা শর্মাই কেন?...ফিলিং ইন লভ।’
বিরাট-অনুষ্কার যে বিচ্ছেদের গুঞ্জন চলছে, সে খবরও রাখেন কান্দিল! অবশ্য এ নিয়ে বিরাট প্রকাশ্যে কিছুই বলেননি।
কান্দিল বালোচ এবার ভারতের এক ক্রিকেটারের প্রেমে পড়লেন। তিনি বিরাট কোহলি। যিনি পাকিস্তানের বিরুদ্ধে জয়ের নায়ক। তাই আপাতত বিরাটের প্রেমেই মজেছেন এই পাক মডেল। আফ্রিদির 'ডাই হার্ট' ফ্যান কান্দিল বালোচ বিরাটকে এতটাই পছন্দ করতে শুরু করেছেন, যে একেবারে সরাসরি প্রেমের প্রস্তাবেও পিছুপা হননি। টুইটে বিরাট প্রেমে গদগদ কান্দিল বালোচ। বিরাট যে অনুষ্কাকে ভালবাসেন সে কথাও অজানা নয় তাঁর। তবুও, প্রেমে পা বাড়াতে রাজি বালোচ। টুইটারে বিরাটকে নিয়ে স্ট্যাটাসে কান্দিল লিখেছেন, ‘বিরাট বেবি, অনুষ্কা শর্মাই কেন?...ফিলিং ইন লভ।’
বিরাট-অনুষ্কার যে বিচ্ছেদের গুঞ্জন চলছে, সে খবরও রাখেন কান্দিল! অবশ্য এ নিয়ে বিরাট প্রকাশ্যে কিছুই বলেননি।
Published in
Banglatainment

বলিউডের এসময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। তবে তার সদ্য…
দীর্ঘদিন পর নতুন বিজ্ঞাপনে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির…
ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলির জয়জয়কার। গতকালের ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের হিরোও তিনি।…
এবার নাকি অন্য এক নোবেলকে দেখতে পাবেন টিভি-দর্শক। এমনটা নোবেল…
‘একে একে চলিয়া যাবে সবাই, তুমিও যাবে আমিও যাব, মিছে… 