Rate this item
(159 votes)

Bangla Horoscope

 ৮ জুলাই থেকে ১৪ জুলাই   ২০১৮



মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। 
আমার মেষ রাশির পিতা যৌবনে ছিলেন নামজাদা ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়। বাড়িতে কুকুর পোষা হতো—কালু মিয়া ও টমি বেগম। টমি বাচ্চা দিলে বাবা তাঁর প্রিয় ক্রিকেট খেলোয়াড়দের নামে ওদের নাম রাখতেন। একদিকে কড়া মানুষ হলেও অন্যদিকে তাঁর রসবোধ ছিল চমৎকার। আসলে মেষ জাতক কম–বেশি এ রকমই। একদিকে কঠোর, অন্যদিকে কোমল। প্রিয় মেষ, চলতি সপ্তাহে অতিরিক্ত কঠোর হতে যাবেন না।

বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে।
কণ্ঠস্বর হচ্ছে বৃষর অন্যতম প্রধান একটা অস্ত্র। কণ্ঠস্বর দিয়ে বৃষ চলতি সপ্তাহে নানা ধরনের সাফল্য কুড়িয়ে নেবেন। খুশি থাকুন।


মিথুন Gemini ২২ মে—২১ জুন।
  
চলতি সপ্তাহে মিথুনের জন্য আমি চমৎকার পরিবর্তনের ভবিষ্যদ্বাণী করতে পারি। গত সপ্তাহে যেমনই থাকুন, এ সপ্তাহটা মিথুনের খুব, খুব ভালোভাবে কাটবে। আর বলি: ভালো আছি ভালো থেকো, মোবাইলের বুকে মেসেজ লিখো।

কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। 
চলতি সপ্তাহটা সাধারণভাবে কর্কট জাতকের জন্য শুভ। একটু-আধটু ম্লান ছায়া থাকতে পারে, তবে ও কিছু নয়। আগে বাড়ুন, কর্কট।

সিংহ Lion ২৩ জুলাই-২৩ আগস্ট
সিংহের স্থিতিশীল অবস্থান চলতি সপ্তাহে চালু থাকবে। তার গৌরবযাত্রা অব্যাহত থাকবে। সিংহ, শক্ত হাতে নিজের আবেগের নিয়ন্ত্রণভার গ্রহণ করুন। আপনি আবেগকে পরিচালিত করুন, আবেগ যেন আপনাকে ওঠবস করাতে না পারে। জয় হোক।

কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর।
কিছু কিছু নারী কন্যাকে পাওয়া যায়—যাদের নাম দেওয়া যেতে পারে অপরাজিতা ফুলের সঙ্গে মিলিয়ে। আসলেও কন্যা রাশির অনেক নারী তাঁদের ব্যক্তিত্বে এবং স্বভাবে অপরাজিত থেকে যান। এর ফল অবশ্যই শুভ। চলতি সপ্তাহে এর একটা প্রমাণ পাওয়া যাবে।

তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর।
আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানের মধ্য দিয়ে মানুষের অসীম ক্ষমতার কথাই বলেছেন। প্রিয় তুলা, চলতি সপ্তাহে আপনাকে সর্বশক্তি দিয়ে নিজের কাজ করে যেতে হবে। আপনি সফল হবেন।

বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর।
আমি এক বৃশ্চিক নারী পুষ্টিবিজ্ঞানীকে জানি, যিনি তাঁর পেশায় এবং পাশাপাশি লেখালেখিতে অসাধারণ সাফল্য দেখিয়ে চলেছেন। যথাসময়ে পাঠকেরা এই পুষ্টিবিজ্ঞানীর অন্য পরিচয়টি জানতে পারবেন। চলতি সপ্তাহে বৃশ্চিক তাঁর সব ধরনের কাজেই সৃজনশীলতার চিহ্ন রেখে চলবেন।…শাস্ত্র উদ্ধৃত করতে গেলে বলতে হয়, বৃশ্চিক একটি মহান রাশি।

ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর।
কিছুদিন থেকে একটি রবীন্দ্রসংগীত আমার মাথার ভেতর গুনগুন করে বেজে চলেছে: দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না, সেই যে আমার নানা রঙের দিনগুলি।… প্রিয় ধনু, চলতি সপ্তাহে মাঝে মাঝেই আপনার মনটা পেছন দিকে চলে যাবে। এতে আপনার ভালোই লাগবে। তবে সুখের স্মৃতিও শেষ পর্যন্ত খানিকটা বেদনা আনে—এ কথাটা মনে রাখতে হবে।


মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি।
 
ক্ষেত্রবিশেষে রুপা সোনার চেয়েও দামি হয়ে উঠতে পারে। চলতি সপ্তাহে মকর নারী-পুরুষ সাফল্যে অন্যান্য রাশির নারী-পুরুষকে ছাড়িয়ে যেতে পারেন। এতে অবাক হওয়ার কিছু দেখি না।


কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি।
চলতি সপ্তাহে আলস্য এসে কুম্ভকে একটু গ্রাস করতে পারে। এতে ক্ষতি কী? আলস্য ব্যাপারটা যে একেবারেই খারাপ, তা তো নয়। অতএব কুম্ভ, চলতি সপ্তাহে কিছুটা আলস্য এনজয় করুন এবং ভালো থাকুন।

মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। 
মীন নারী-পুরুষ চলতি সপ্তাহে সময়কে পেছনে ফেলে এগিয়ে যাতে পারবেন বলেই মোর মনে লয়। প্রিয় মীন, আমার কথাটা শুনে মুহূর্তে খুশি হয়ে উঠুন।

 

 


কৃতজ্ঞতা : কাওসার আহমেদ চৌধুরী 


0 awesome comments!

খবর টবর

Scroll to Top