প্রিয় 'ঘোড়াকে' দেখার শেষ ইচ্ছা পূরণ

Rate this item
(1 Vote)

শিলা মার্শ নামে ব্রিটেনের ৭৭ বছর বয়সী এক বৃদ্ধা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায় ছিলেন। ম্যানচেস্টারের উইগান রয়্যাল ইনফারম্যারিতে তার চিকিৎসা চলছিল। তবে চিকিৎসা সত্ত্বেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। বরং দিন দিন আরো খারাপ হচ্ছিল। বলতে গেলে মৃত্যুর খুব কাছাকাছি চলে এসেছিলেন তিনি। তাই অনেকের মতো শিলা মার্শেরও মৃত্যুর আগে শেষ ইচ্ছা ছিল। নিজের পোষা প্রিয় ঘোড়া 'ব্রনওয়েন'কে শেষবারের মতো দেখাই ছিল তার শেষ ইচ্ছা। কিন্তু তা কিভাবে সম্ভব আত্মীয়স্বজনরা কিছুতেই ভেবে পাচ্ছিল না। শেষ পর্যন্ত অবশ্য শিলার ইচ্ছা পূরণ হয়েছে।

ওই বৃদ্ধার চিকিৎসাসেবায় নিয়োজিত সংশ্লিষ্ট নার্সরাই আদরের ঘোড়া ব্রনওয়েনকে হাসপাতাল প্রাঙ্গনে নিয়ে আসে। আর শিলা মার্শসহ তার বেডটিকেও বাইরে নিয়ে আসা হয়। এর ফলে নিজের প্রিয় ঘোড়াটির সঙ্গে শেষ দেখা হয় শিলার। তখন অনেকদিন পর মনিবকে কাছে পেয়ে আলতো করে মুখ দিয়ে আদর করে ঘোড়াটি। আর এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধার আত্মীয়স্বজন ও তার সেবায় নিয়োজিত নার্সরা। অবশ্য এর কয়েক ঘণ্টা পরই দুনিয়া ও তার প্রিয় ঘোড়ার মায়া ছেড়ে পরপারে চলে যান ওই বৃদ্ধা।

শিলার ৩৩ বছর বয়সী এক মেয়ে টিনা বলেন, 'প্রিয় ঘোড়ার সঙ্গে শেষবারের মতো মিলিত হওয়ার ঘটনায় তার মা আরামবোধ করেছেন এবং এটা ছিল চমৎকার একটি মুহূর্ত। তিনি আরো জানান, 'তার মা তার ঘোড়াগুলোকে অনেক ভালোবাসতেন। তিনি অন্য প্রাণীদেরকেও ভালোবাসতেন এবং আদর করতেন। তার ছয়টি ঘোড়া, তিনটি কুকুর, তিনটি বিড়াল ও আরো অন্যান্য প্রাণী ছিল।'

0 awesome comments!

সর্বাধিক পঠিত

Scroll to Top