মাইক্রোসফটের পরীক্ষায় খুদে আয়ানের চমক

Rate this item
(3 votes)

তিন বছর বয়সে বাবার হাত ধরে কম্পিউটারে হাতেখড়ি হয়েছিল তার। বাবার পুরনো কম্পিউটারটা ঘাঁটাঘাঁটি করতে করতেই খুদে আয়ান হয়ে ওঠে পাক্কা কম্পিউটার বিশেষজ্ঞ। সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের পরীক্ষায় পাস করে আয়ান কুরেশি এখন বিশ্বের সর্বকনিষ্ঠ ‘মাইক্রোসফট সার্টিফাইড প্রফেশনাল’!

আয়ানের বয়স এখন পাঁচ বছর এগারো মাস। ছোটবেলা থেকে খেলতে খেলতেই কখন যেন হার্ডড্রাইভ আর মাদারবোর্ডের মতো কাটখোট্টা বিষয়গুলো আয়ত্ত করে নিয়েছে আয়ান। তার বাবা একজন আইটি বিশেষজ্ঞ। তিন বলেন, ‘একবার কিছু বললে পরের দিন সেটা ঠিকই মনে করতে পারত আয়ান। তাই ওকে আরো বেশি বেশি শেখাতে শুরু করি।’ তিনি আরো বলেন, এত অল্প বয়সে কম্পিউটারের সংস্পর্শ তার উপর যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, সেই ভয় ছিল। কিন্তু আয়ান পুরো ব্যাপারটা বেশ ভালোভাবেই আয়ত্ত করে নিয়েছে।

মাইক্রোসফটের পরীক্ষায় অংশ নিয়েই প্রচারমাধ্যমে চলে আসে এই খুদে জিনিয়াস। মাইক্রোসফটের এই পরীক্ষা দিতে বসে বড়দের যখন কালঘাম ছুটছে, তখন আয়ান নিমেষেই সমাধান করেছে জটিল সব সমস্যার। আয়ানের কথায়, কঠিন হলেও পরীক্ষা নাকি বেশ মজার ছিল। এদিকে, তাকে দেখে অবাক পরীক্ষকরাও। এত ছোট একটা শিশু কীভাবে পরীক্ষা দেবে তা নিয়ে তারা যখন সন্দিহান তখন আয়ানের বাবা ছেলেকে নিয়ে ছিলেন বেশ আত্মবিশ্বাসী। আয়ান ঠিক পারবে বলেই পরীক্ষকদের আশ্বস্ত করেন তিনি।

অপরদিকে,  আয়ানের জন্য বাড়িতে আলাদা করে কম্পিউটার ল্যাব গড়ে দিয়েছেন তার বাবা। দিনে দুই ঘণ্টা করে অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে আর বিভিন্ন প্রোগ্রাম কীভাবে ইনস্টল কনতে হয় তাই এখন শিখছে এই বিস্ময় বালক!

0 awesome comments!
Last modified on Saturday, 24 January 2015 12:17

Latest from Super User

Scroll to Top